৩০০ পুরোহিত দিয়ে তেলেঙ্গানা রাজ্যের কল্যাণে মহাযজ্ঞ!

৩০০ পুরোহিত দিয়ে তেলেঙ্গানা রাজ্যের কল্যাণে চলছে মহাযজ্ঞ। ছবি: সংগৃহীত
৩০০ পুরোহিত দিয়ে তেলেঙ্গানা রাজ্যের কল্যাণে চলছে মহাযজ্ঞ। ছবি: সংগৃহীত

কৃষকদের উন্নতি এবং রাজ্যবাসীর মঙ্গল কামনায় ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তেলেঙ্গানায় পাঁচ দিনব্যাপী এক মহাযজ্ঞ শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তিনি এই রাজ্যে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা টিআরএস দলের প্রধান। ২০১৪ সালে অন্ধ্র প্রদেশ ভেঙে গঠিত হয় নতুন রাজ্য তেলেঙ্গানা। ২০১৫ সালে প্রথম নির্বাচনে ক্ষমতায় আসে টিআরএস।

গত বছরের ডিসেম্বরে টিআরএস দ্বিতীয়বার মতো এই রাজ্যে ক্ষমতায় আসায় চন্দ্রশেখর রাও এই মহাযজ্ঞের আয়োজন করেছেন। গতকাল সোমবার থেকে দেবী দুর্গার উদ্দেশে এই মহাযজ্ঞ শুরু হয়েছে। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

এই মহাযজ্ঞে যোগ দিয়েছে মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশের প্রায় ৩০০ পুরোহিত ও পণ্ডিত। এই যজ্ঞে যোগ দিয়েছেন রাজ্যের সাংসদ, বিধায়কসহ বিভিন্ন জেলা পরিষদ, পৌর প্রতিষ্ঠানের নেতারা।