পদ্মশ্রী ফেরত দিতে চান মণিপুরী চলচ্চিত্র নির্মাতা

মণিপুরী চলচ্চিত্র নির্মাতা আরিবাম শ্যাম শর্মা তাঁর পদ্মশ্রী সম্মাননা ফিরিয়ে দিতে চেয়েছেন। ভারত সরকারের নাগরিকত্ব বিলের প্রতিবাদে ২০০৬ সালে পাওয়া এই সম্মাননা ফিরিয়ে দিতে চান তিনি।

এনডিটিভির খবরে জানা যায়, ৮২ বছর বয়সী আরিবাম শ্যাম শর্মা আজ রোববার ইমফলে এই ঘোষণা দেন।

প্রতিবেশী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে অমুসলিম আশ্রয়প্রার্থীদের ভারতে নাগরিকত্ব দেওয়ার বিলের বিরুদ্ধে উত্তর পূর্বাঞ্চলে বিক্ষোভ চলছে। সমালোচকেরা বলছেন, এই বিল পুরোপুরি মুসলিম বিরোধী। মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের হিন্দু ভোটার বাড়াতে এমন প্রচেষ্টা চালিয়েছে।

গত মাসে আসামে বিজেপি নেতৃত্বাধীন সরকার এ ধরনের বিব্রতকর অবস্থায় পড়ে। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উত্তাল হয় আসাম। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে অনুপ্রবেশকারী হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, শিখ ও জৈনদের নাগরিকত্ব দিতে চায় বিজেপি সরকার। এই নাগরিকত্ব দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে বিক্ষোভ চলে। বিরোধিতা ও বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় পাস হয় বিলটি। রাজ্যসভায় পরবর্তী অধিবেশনে অনুমোদনের জন্য বিলটি তোলা হবে। তবে বিরোধী দল কংগ্রেস এর বিরোধিতা করতে পারে।

আরও পড়ুন