ভারতের সবচেয়ে বড় 'গাদ্দার' মমতা: মুকুল রায়

মুকুল রায়। ছবি: প্রথম আলো
মুকুল রায়। ছবি: প্রথম আলো

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘গাদ্দার’বললেন সাবেক তৃণমূল ও বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়। গতকাল মঙ্গলবার বর্ধমানে বিজেপি আয়োজিত এক সভায় যোগ দিয়ে মমতাকে একহাত নেন তিনি।

সাংসদ মুকুল রায় একসময় মমতার ডানহাত ছিলেন। তৃণমূলের দ্বিতীয় শক্তিধর নেতা। মমতার সঙ্গে বনিবনা না হওয়ায় মুকুল রায় তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। এখন তিনি বিজেপির কেন্দ্রীয় নেতা।

গতকাল সাংবাদিকদের মুকুল রায় বলেন, ‘মমতা হলেন দেশের সবচেয়ে বড় গাদ্দার। হিন্দি শব্দ গাদ্দারের অর্থ হলো বেইমান। উনি কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন। আবার এখন সেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করছেন। এই কংগ্রেসই তাঁকে চারবার সাংসদ করেছিল। একবার মন্ত্রী করেছিল।’

মুকুল রায় বলেন, মমতা এই কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসার পর কংগ্রেসের ক্ষতির কাজে ব্রতী হন। তাই ভারতের ইতিহাসে আজ সবচেয়ে বড় গাদ্দারের নাম মমতা। আর তাঁর কাছ থেকে গাদ্দারি শিখে তিনিও তৃণমূল ছেড়েছেন।