হালের বলদ দিয়ে অভিনব প্রতিবাদ

ঘুষের টাকা দিতে না পেরে নিজের বলদটি তহশিলদারের গাড়িতে বেঁধে দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের এক কৃষক। এ ঘটনাকে অভিনব প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে।

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বলদেবগড় জেলার খড়গপুরা তহশিল এলাকার দেবপুর গ্রামের দরিদ্র কৃষক লক্ষ্মী। নিজের জমির নাম জারি করতে গিয়েছিলেন এলাকার তহশিল অফিসে। তহশিলদার সুনীল বর্মা ১ লাখ রুপি ঘুষ চান। লক্ষ্মী যাদব ৫০ হাজার রুপি তুলে দেন তহশিলদারের হাতে। এতে কাজ হয়নি। বাকি ৫০ হাজার টাকার জন্য বরবার তাগাদা দেন। শেষমেশ ওই কৃষক তাঁর হালের বলদটি নিয়ে যান তহশিলদারের কাছে। ইতিমধ্যে তহশিল অফিসে জমে যায় স্থানীয় মানুষজন। তাঁরাও বিস্মিত হন।

কৃষক লক্ষ্মী যাদব বলেন, তাঁর বাড়ি এলাকার দেবপুর গ্রামে। জমির নামজারির কাজটি করে দিতে তহশিলদারকে অনেক অনুনয়-বিনয় করেন তিনি। এতে মন গলেনি তহশিলদারের। তাঁর পক্ষে বাকি টাকা দেওয়া সম্ভব ছিল না। তাই তিনি সঙ্গে আনা হালের বলদটি গাড়ির সামনে বেঁধে দেন। তিনি চান, এবার যেন তাঁর কাজটি করে দেন তহশিলদার।

ঘটনার কথা চলে যায় বলদেবগড়ের মহকুমা কর্মকর্তার কাছে। তিনি ইতিমধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন।