পাকিস্তান যুদ্ধ চায় না: সেনা মুখপাত্র

মেজর জেনারেল আসিফ গফুর
মেজর জেনারেল আসিফ গফুর

পাকিস্তান ‘যুদ্ধের দিকে যেতে চায় না’ বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র। পাকিস্তান নিজেদের আকাশসীমায় ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে—এমন খবরের কয়েক ঘণ্টা পরই দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এমন কথা বললেন। খবর এএফপির।

রাওয়ালপিন্ডিতে সেনা ঘাঁটিতে এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল আসিফ গফুর নয়াদিল্লিকে বৈঠকের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা উত্তেজনা বাড়াতে চাই না, আমরা যুদ্ধের দিকেও যেতে চাই না।’

এই মুখপাত্র বলেন, দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় আটক দুই বৈমানিকের একজন হেফাজতে আর অপরজন হাসপাতালে আছেন।

১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের আধা সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জনের বেশি জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এই হামলার দায় স্বীকার করে। এ নিয়ে পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।