নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলতে চান ইমরান খান

নরেন্দ্র মোদি ও ইমরান খান
নরেন্দ্র মোদি ও ইমরান খান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এ কথা জানান।

দুই দেশের মধ্যে চরম উত্তেজনার মধ্যে এই আগ্রহের কথা জানালেন ইমরান। এর আগে গতকাল বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও ইমরান ভারতের প্রতি শান্তি ও সংলাপের আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত যা করছে (হামলা), পাকিস্তানেরও সেটা করার ক্ষমতা রয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজে আজ বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেন, ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি কথা বলতে চান। টেলিফোনে মোদির সঙ্গে কথা বলে শান্তির প্রস্তাব দিতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

সেই সাক্ষাৎকারেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শান্তি প্রস্তাবের জন্য প্রস্তুত আছেন কি?

শাহ মেহমুদ কুরেশি বলেন, ‘আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। তবে, তারা (ভারত) যদি শান্তিকে অগ্রাধিকার দেয়, তাহলে আমরাও শান্তির জন্য প্রস্তুত। তারা যদি সংলাপের জন্য প্রস্তুত থাকে, আমরাও সংলাপের জন্য প্রস্তুত।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা পুলওয়ামায় আত্মঘাতী হামলার বিষয়ে ভারতের কাছ থেকে বেশকিছু নথিপত্র পেয়েছেন। তিনি ভারতকে উদ্দেশ করে বলেন, ‘আসুন আমরা ওই নথিপত্রের ভিত্তিতে আলোচনায় বসি। আমি কথা বলতে প্রস্তুত। আমরা সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করব। যেকোনো বিষয় নিয়েই আলোচনা করতে রাজী আমি।’
শাহ মেহমুদ কুরেশি ভারতের প্রতি প্রশ্ন রাখেন, ‘আপনার আসলে কী চান? আপনারা আঞ্চলিক রাজনীতিতে অস্থিতিশীলতা চান? নিরীহ মানুষের প্রাণহানি চান? এটা কোনো বিচক্ষণ নেতৃত্বের বিবেচনাপ্রসূত কাজ নয়।’