দুটি কেন্দ্রে ভোটার মাত্র ২

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে এবার ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯০ কোটি মানুষ ভোট দেবেন। তাদের জন্য থাকছে ১০ লাখ ভোট কেন্দ্র।

১০ লাখ কেন্দ্রের মধ্যে দুটি ভোটকেন্দ্রে মাত্র একজন করে ভোটদাতা রয়েছেন। এর মধ্যে একটি হলো, অরুণাচল প্রদেশের ইটানগর আসনের মালোগাম কেন্দ্র। এখানে রয়েছে একজন মাত্র নারী ভোটার। ওই একমাত্র ভোটারের ভোট নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কর্মকর্তারা। এই রাজ্যে শুধু নারীদের জন্য ১১টি আলাদা ভোটকেন্দ্র রয়েছে।

গুজরাটে গির অঞ্চলের বানেজ এলাকায় আরেকটি কেন্দ্র রয়েছে। এখানের ভোটকেন্দ্রেও রয়েছে একজন ভোটার। তিনি সেখানকার জঙ্গলের মাঝে অবস্থিত শিব মন্দিরের পুরোহিত। নাম গুরু ভরত দাস। এই এলাকাটি গুজরাটের জুনাগড় লোকসভা কেন্দ্রের অন্তর্গত। গির অঞ্চলে এশিয়াটিক সিংহের অভয়ারণ্য রয়েছে।