ধার চেয়ে লজ্জা দেবেন না: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়। রয়টার্স ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায়। রয়টার্স ফাইল ছবি

আসন্ন লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের ৪২টি আসনে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন তালিকায় চমক দেখিয়েছেন তিনি।

এর আগে প্রার্থী তালিকা প্রণয়নে অভিজ্ঞ নেতা-কর্মীদের প্রাধান্য দেওয়া হবে জানালেও বাদ দেওয়া হয়েছে দুই তারকাকে। তাঁরা হলেন সন্ধ্যা রায় ও তাপস পাল। সেই জায়গায় আনা হয়েছে নতুন দুই মুখ চিত্রনায়িকা নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীকে। এ ছাড়া দলের ৩৬ সাংসদের মধ্যে ৮ সাংসদকে মনোনয়ন দেননি মমতা। মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিদের তালিকায় আছেন কংগ্রেস থেকে আসা তিন বিধায়কও। তাঁরা হলেন কানাইলাল আগরওয়াল, অপূর্ব সরকার ও আবু তাহের। আরও রয়েছেন কংগ্রেসে থেকে তৃণমূলে আসা সাংসদ মৌসুম বেনজির নূর।

মমতার দলের তিন সাংসদ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁরা হলেন মুকুল রায়, অনুপম হাজরা ও সৌমিত্র খান। এর আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন বিধায়ক দুলাল বর।

এই দল বদলের খেলার মধ্যে গতকাল মঙ্গলবার বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘আমরা দু–এক দিনের মধ্যে আমাদের প্রার্থী তালিকা প্রকাশ করছি। ওই তালিকায় আপনারা আরও চমক দেখবেন। বহু নামকরা নেতা যোগ দিচ্ছেন বিজেপিতে।’

তবে এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘ধার চেয়ে লজ্জা দেবেন না! এবার তো একটা সাইনবোর্ড লাগাতে হবে। ওরা তো চুপি চুপি আমাকে বলতে পারত গাদ্দারগুলোকে দাও। একজন গাদ্দারকে নিয়ে হয়নি। বললেই পারত আমি তাহলে আরও গাদ্দার পাঠিয়ে দিতাম।’

এই দল বদল নিয়ে কংগ্রেসের রাজ্য সভাপতি সোমেন মিত্র বলেছেন, ‘ওরা তো এ দল ও দল ভাঙিয়ে প্রার্থী করছেন। আবার ওদের মুখে বড় কথা।’

এই প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, ‘প্রার্থী তালিকা দেখে মনে হচ্ছে, গোটা দশেক আসনে তৃণমূল বিজেপিকে ওয়াকওভার দিতে চাইছে।’


দীপা দাসমুন্সি বিজেপিতে যাচ্ছেন না

সোমবার প্রয়াত কংগ্রেস নেতা প্রিয় রঞ্জন দাসমুন্সির স্ত্রী দীপা দাসমুন্সি দিল্লিতে বিজেপি নেতা অরবিন্দ মেননের সঙ্গে দেখা করার পর রাজনৈতিক মহলে রটে যায় বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসন থেকে লড়বেন। দীপা দাসমুন্সি রায়গঞ্জ আসনে দাঁড়াতে চাইলেও কংগ্রেসে-বামফ্রন্ট আসন সমঝোতার প্রশ্নে এ আসনটি ছেড়ে দেওয়া হয় বাম দলকে। তা ছাড়া এই আসনের বর্তমান সাংসদ মোহম্মদ সেলিম সিপিএমের সাংসদ।

তবে গতকাল দীপা দাসমুন্সি জানিয়ে দিয়েছেন তিনি কংগ্রেসেই আছেন। দল ছাড়ার কোনো প্রশ্ন নেই। এ ঘোষণার পর এবার দীপাকে উত্তর মালদহ আসনে প্রার্থী করার তৎপরতা শুরু করেছে কংগ্রেস।