সাবেক ৩ মুখ্যমন্ত্রী এবার উত্তর-পূর্ব ভারতে কংগ্রেস প্রার্থী

মেঘালয়ের সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমাকে প্রার্থী করল কংগ্রেস। ছবি: সংগৃহীত
মেঘালয়ের সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমাকে প্রার্থী করল কংগ্রেস। ছবি: সংগৃহীত

দলের প্রথম সারির নেতাদের প্রার্থী করে কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনে উত্তর-পূর্ব ভারতে চ্যালেঞ্জ জানাতে চাইছে বিজেপিকে। কংগ্রেস সূত্রে খবর, অন্তত তিনজন সাবেক মুখ্যমন্ত্রী থাকছেন কংগ্রেসের প্রার্থী তালিকায়।

উত্তর-পূর্ব ভারতের ৮টি রাজ্যের ২৫টি আসনের জন্য ৯ জন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। শুক্রবার গভীর রাতে প্রকাশিত তালিকায় আটজনের মধ্যে দুজন সাবেক মুখ্যমন্ত্রী রয়েছেন।
মেঘালয়ের সাবেক মুখ্যমন্ত্রী কনার্ড সাংমা এবং নাগাল্যান্ডে বিজেপি ছেড়ে সদ্য কংগ্রেসে যোগ দেওয়া সাবেক মুখ্যমন্ত্রী কে এল চিসির নাম রয়েছে এই তালিকায়।
প্রার্থী তালিকায় নাম রয়েছে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব, আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গৌরব গগৈয়েরও। দুজনই বর্তমানে সাংসদ।
কংগ্রেস সূত্রে খবর, অরুণাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী নাবুম টুকিকেও এবার লোকসভায় প্রার্থী করতে চাইছেন দলের সভাপতি রাহুল গান্ধী।
ত্রিপুরাতেও সাবেক মুখ্যমন্ত্রী সমীররঞ্জন বর্মণ কংগ্রেসের প্রার্থী হওয়ার দাবিদার। প্রসঙ্গত, সমীর বর্মণের ছেলে সুদীপ রায় বর্মণ বর্তমানে বিজেপি-আইপিএফটি জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী।
তবে কংগ্রেস নেতা পীষুযকান্তি বিশ্বাসের মতে, অসংরক্ষিত পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সাবেক প্রদেশ কংগ্রেস সভাপতি গোপালচন্দ্র রায়ের। আর উপজাতিদের জন্য পূর্ব আসনে দাঁড়াতে পারেন ত্রিপুরার রাজবংশের উত্তরসূরি তথা প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি প্রদ্যোতকিশোর দেববর্মণ।
২০ মার্চ ত্রিপুরায় ভোটের প্রচারে আসছেন রাহুল গান্ধী। তাঁর সফরের পরই প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে বলে কংগ্রেস সূত্রে জানা গেছে।
বিজেপি এখনো তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। আজ প্রথম তালিকা প্রকাশ হতে পারে বলে জানা গেছে।