মমতাকে চ্যালেঞ্জ করলেন অধীর চৌধুরী

অধীর চৌধুরী
অধীর চৌধুরী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বহরমপুর আসনের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেছেন, বহরমপুর আসনে মমতা নির্বাচন করে যদি তাঁকে হারাতে পারেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। গতকাল বুধবার নিজ নির্বাচনী এলাকায় এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৯৯৯ সাল থেকে বহরমপুরের আসনের সাংসদ অধীর। এবারও লোকসভা নির্বাচনে এই আসন থেকে লড়ছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তৃণমূলের অপূর্ব সরকার। ২০১৪ সালের নির্বাচনে অধীর চৌধুরী তৃণমূল প্রার্থী ও রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ৩ লাখ ৫৬ হাজার ৫৬৭ ভোটে হারিয়েছিলেন।

গতকাল বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কার্যালয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর হাত ধরে লোকসভা কেন্দ্রের কয়েক শ তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেন। এই যোগদানের পরপরই অধীর চৌধুরী চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতাকে। তিনি বলেন, ‘ভবিষ্যতে এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের অস্তিত্ব–সংকট দেখা দেবে। পুলিশ আর হুমকি দিয়ে কত দিন?’ তিনি আরও বলেন, ‘বহরমপুরে আমার বিরুদ্ধে লড়াই করে মমতা জিতে দেখাক, আমি রাজনীতি ছেড়ে দেব।’

অধীর চৌধুরী বলেছেন, ‘আমরা নির্বাচনী যুদ্ধে নেমেছি। মুর্শিদাবাদ জেলার তিনটি আসনেই জিতব আমরা।’

টাইমস নাউ এবং ভিএমআরের সর্বশেষ জনমত সমীক্ষায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে এবার ৩১টি আসনে জিততে পারে তৃণমূল। বিজেপি জিততে পারে ১১টি আসনে। সেই হিসাবে কমছে মমতার তিনটি আসন। এই সমীক্ষায় আরও বলা হয়েছে, এবার নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস দলের ভাগ্যে কোনো আসন নাও জুটতে পারে। তবে এ কথা মানতে নারাজ কংগ্রেস ও বামফ্রন্ট নেতারা। তাঁরা বলেছেন, ‘অপেক্ষা করুন না ফলাফলের। দেখবেন, হিসাব বদলে গেছে।’