বিহারে বিজেপি নেতার বাড়িতে হামলা

পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহারের গয়ায় গত বুধবার রাতে একদল মাওবাদী বিজেপির এক নেতার বাড়িতে হামলা চালিয়েছে। ভাঙচুরের পরে বাড়িটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে তারা। বাড়িতে ওই সময় কেউ ছিল না। একই সময় ওই বাড়িতে তারা লিফলেট ফেলে গেছে। তাতে লোকসভার ভোট বর্জনের ডাক দেওয়া হয়েছে।

গয়ার এসএসপি রাজীব মিশ্র সাংবাদিকদের বলেছেন, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ অস্ত্রশস্ত্র নিয়ে একদল মাওবাদী বিজেপি নেতা অনুজ কুমারের বাড়িতে চড়াও হয়। সে সময় অবশ্য বাড়িতে কেউ ছিল না। বাড়ির মালামাল ভাঙচুর করে বাড়িতে ডিনামাইট স্থাপন করে যায় তারা। পুলিশ বিস্ফোরণের কথা শুনে ছুটে যায় ওই বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় বেশ কিছু লিফলেট। তাতে আসন্ন লোকসভার ভোট বর্জনের ডাক দেওয়া হয়।

মাওবাদীরা হুমকি দিয়েছে, ভোটের দিন কেউ যেন ভোটকেন্দ্রে পা না বাড়ায়।

বিজেপির নেতা অনুজ কুমার আগে সংযুক্ত জনতা দল করতেন। পরে বিজেপিতে যোগ দেন। ২০০৭ সালেও এই নেতার বাড়িতে একবার চড়াও হয়েছিল মাওবাদীরা। বেশ কিছুদিন ধরে মাওবাদীদের লক্ষ্যে পরিণত হয়েছেন তিনি।