ভারতে ৫২১ সাংসদের মধ্যে ৪৩০ জনই কোটিপতি

ভারতের ৫৪৩ সাংসদের মধ্যে ৫২১ জনের হলফনামা পর্যালোচনা করেছে দেশটির স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফরমস (এডিআর)। তারা এক প্রতিবেদনে বলেছে, ৫২১ জন সাংসদের মধ্যে ৪৩০ জনই কোটিপতি।

এডিআরের সমীক্ষা প্রতিবেদনটি আজ শুক্রবার ভারতের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে আরও বলা হয়, ৫২১ জন সাংসদের মধ্যে ৩০ শতাংশের বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে।

এডিআর সমীক্ষা বলছে, ভারতে সবচেয়ে বেশি কোটিপতি সাংসদ রয়েছেন শাসক দল বিজেপিতে। বিজেপির কোটিপতি সাংসদের সংখ্যা ২২৭। কংগ্রেসের আছে ৩৭ জন। আর এডিএমকের রয়েছে ২৯ জন।

সমীক্ষায় বলা হয়, ২০১৪ সালে বিজয়ী সাংসদদের গড় সম্পত্তির পরিমাণ ছিল ১৪ কোটি ৭২ লাখ রুপি। হলফনামায় ৩২ জন সাংসদ জানিয়েছেন, তাঁদের সম্পত্তির পরিমাণ ৫০ কোটি রুপির বেশি। মাত্র দুজন সাংসদ রয়েছেন, যাঁদের সম্পত্তির পরিমাণ ৫ লাখ রুপির কম।

এডিআরের সমীক্ষা অনুযায়ী, ৫২১ সাংসদের মধ্যে ১০৬ জনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, সাম্প্রদায়িক হিংসা ছড়ানো, নারী নির্যাতনসহ বিভিন্ন ফৌজদারি অপরাধের মামলা আছে।

প্রতিবেদনে বলা হয়, চারজন বিজেপি সাংসদ এবং একজন করে কংগ্রেস, এনসিপি, এলজেপি, আরজেডি, স্বভিমান পক্ষ ও নির্দল সাংসদের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে।

সবচেয়ে বেশি খুনের চেষ্টার অভিযোগ রয়েছে বিজেপি সাংসদদের বিরুদ্ধে। এই সংখ্যা ৮ জন। এ ছাড়া কংগ্রেস, তৃণমূল, এনসিপি, শিবসেনা, আরজেডি, স্বভিমান দলের একজন করে সাংসদ রয়েছেন।

১০ জন বিজেপি সাংসদসহ অন্যান্য দল মিলিয়ে ১৪ জন সাংসদের বিরুদ্ধে রয়েছে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ।