খাসোগির হত্যাকারীরা যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণ নিয়েছিল

সৌদি সাংবাদিক জামাল খাসোগি। রয়টার্স ফাইল ছবি।
সৌদি সাংবাদিক জামাল খাসোগি। রয়টার্স ফাইল ছবি।

সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যাকারীরা যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণ নিয়েছিল। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, রিয়াদ থেকে পাঠানো ১৫ জনের দলটি প্রশিক্ষণ নিয়েছিল।

তুরস্কের গোয়েন্দা সংস্থা বলছে, খাসোগিকে অপহরণ করে সৌদি আরবে ফিরিয়ে এনে আটক করা ও জিজ্ঞাসাবাদের পরিকল্পনা ছিল হত্যাকারীদের। হত্যাকাণ্ডের সময়কার একটি রেকর্ডে দেখা যায়, খাসোগিকে হত্যার সময় গভীর ঘুমের ইনজেকশন দেওয়া হয়। পরে ব্যাগ চেপে ধরা হয়। খাসোগি চিৎকার করে সে সময় বলেছিলেন, ‘আমার দম বন্ধ হয়ে আসছে। আমার শ্বাসকষ্ট আছে। এটা করবেন না।’ এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। ভোঁ ভোঁ শব্দ শোনা যায় ওই রেকর্ডে। বলা হচ্ছে ইলেকট্রিক কোনও যন্ত্র দিয়ে খাসোগির অঙ্গচ্ছেদ করা হয়।

ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে গত ২ অক্টোবর রিয়াদ থেকে আগত ১৫ সদস্যের একটি দল নৃশংসভাবে হত্যা করে সাংবাদিক জামাল খাসোগিকে।