চীনে মুসলিমদের নির্যাতন, জানেন না ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (ফাইল ছবি)
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (ফাইল ছবি)

চীনে মুসলিমদের ওপর কয়েক বছর ধরে চরম অত্যাচার ও নির্যাতন করছে বলে আন্তর্জাতিক সম্প্রদায় অনেক দিন ধরেই অভিযোগ করে আসছে। উইঘুর মুসলিম সম্প্রদায়ের ২০ লাখেরও বেশি মানুষকে বন্দিশিবিরে আটক করে রেখেছে চীন। তবে সে ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নাকি কিছু জানেন না। তিনি বলেছেন, আসলেই তিনি এ ব্যাপারে বেশি কিছু জানেন না।

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘সত্যি কথা, আমি ওই সম্পর্কে (চীনে মুসলমানদের নির্যাতন) তেমন কিছুই জানি না ।’ গত বুধবার ওই সাক্ষাৎকার প্রকাশ করেছে ফিন্যান্সিয়াল টাইমস।

বিশ্বের মুসলিম সম্প্রদায় অনেক খারাপ সময়ের মধ্যে যাচ্ছে বলে উল্লেখ করেন ইমরান খান। কিন্তু ওই সময় তিনি চীনে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন চালানোর বিষয়টি এড়িয়ে যান।

চীনের অন্যতম বন্ধুরাষ্ট্র পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘ব্যাপারটি সম্পর্কে আমার যথেষ্ট জানা থাকলে আমি এ ব্যাপারে কথা বলতাম।’ এ ছাড়া চীনে মুসলিমদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে, সে বিষয়ে সংবাদমাধ্যমে বেশি কোনো খবর নেই বলেও উল্লেখ করেন তিনি।

চীনে মুসলিমদের ওপর নির্যাতনের ব্যাপারে বরাবরই অভিযোগ করে আসছে তুরস্ক। দেশটি গত ফেব্রুয়ারিতে উইঘুর সম্প্রদায়ের ওপর এ নির্যাতনকে ‘মানবতার জন্য লজ্জাজনক’ বলে আখ্যা দেয়। একই সঙ্গে বন্দিশিবির বন্ধ করে দেওয়ার আহ্বান জানায় তুরস্ক।

এ ছাড়া অনেক পশ্চিমা দেশ মুসলিমদের ওপর নির্যাতনের কড়া নিন্দা জানায়। গত বছর জাতিসংঘ জানায়, মুসলিম জাতিগোষ্ঠী উইঘুরের ১০ লাখ মানুষকে আটক রেখেছে চীন।

পাকিস্তান চীন থেকে বিপুল পরিমাণে অর্থ সহযোগিতা নিয়ে আসছে। তথ্যসূত্র: সিএনএন