বাংলায় এনআরসি, এত সাহস মোদিবাবুর!

মমতা বন্দ্যোপাধ্যায়। রয়টার্স ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায়। রয়টার্স ফাইল ছবি

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের পক্ষে প্রচার চালাতে আজ সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার ও জলপাইগুড়িতে আসেন। কোচবিহারের রাসলীলা ময়দান এবং জলপাইগুড়ির নাগরাকাটায় পৃথক দুটি জনসভায় ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী মোদিকে তীব্র আক্রমণ করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এনআরসি (জাতীয় নাগরিক নিবন্ধন) করবেন? এত বড় সাহস মোদিবাবুর! বাংলায় এনআরসি করতে দেব না। মোদিবাবুর এই এনআরসির মাধ্যমে আসামে ৪০ লাখ বাঙালির নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অর্ধেক বাঙালি হিন্দু আর অর্ধেক মুসলিম। আমরা এই বাংলায় মোদিবাবুকে এনআরসি করতে দেব না।’ মমতা আরও বলেন, ‘এনআরসি হলে আপনাদের পাঁচ বছরের জন্য বিদেশি বানিয়ে দেবে মোদি। তাই আর এনআরসিকে এবার ঢুকতে দেব না এই বাংলায়।’

আপনি কোনো হরিদাস, মোদিকে মমতা
তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মোদিবাবু, আপনি তো এক্সপায়ারি প্রধানমন্ত্রী। হিটলারের কায়দায় দেশ চালাচ্ছেন। আপনি তো স্বৈরাচারী। ঔদ্ধত্যবাদী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী। এবার জনগণ ধরে ফেলেছে আপনার মিথ্যা বলার চালাকি।’ তিনি আরও বলেন, ‘এত বড় মিথ্যাবাদী এই ভারতে আর আসেনি। আমিও দেখিনি। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আগে জিতেছেন, প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি। জনগণ আপনার চালাকি ধরে ফেলেছে। এবার আপনাকে বিদায় নিতে হবে। তাই তো বলছি, আপনি এক্সপায়ারি প্রধানমন্ত্রী। মিথ্যাবাদী প্রধানমন্ত্রী। এ তো মোদিবাবুর বিনাশকালে বুদ্ধিনাশ! কোন হরিদাস আপনি? আমরা নাগরিকত্ব সংশোধনী বিলও আপনাকে পাস করতে দেব না।’

ভুয়া চৌকিদারের বিদায়ের ঘণ্টা বেজেছে
নরেন্দ্র মোদির সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘একবার মানুষ আপনাকে ভুল করে ভোট দিয়েছে, আর নয়। এবার আপনার বিদায়ের সুর বেজে উঠেছে দেশজুড়ে। আপনি তো এবার এই বাংলায় শূন্য আসন পাবেন। আমরা পাব ৪২–এ ৪২ আসন। মানুষ আর এবার ব্যাংক লুটকারী, দাঙ্গাবাজকারী চৌকিদারকে ভোট দেবে না। আমরা আসল চৌকিদারকে চিনি, সম্মান করি। আপনি তো ভুয়া চৌকিদার। আপনি নোট বাতিল করে ২ কোটি মানুষের চাকরি খেয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন ৫ বছরে ১০ কোটি মানুষকে চাকরি দেওয়ার, পারেননি। আপনার আমলে ১২ হাজার কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করেছে। তাই এবার দেশের মানুষ আপনাকে বদলে দেবে। হটিয়ে দেবে। আপনার বিদায়ের ঘণ্টা বেজে উঠেছে।’

বদলে দিন, বদলে দিন, বিজেপিকে হারিয়ে দিন
মমতা জনগণের উদ্দেশে বলেন, ‘এই নরেন্দ্র মোদি ফের ক্ষমতায় এলে আপনাদের আর ব্যাংকে টাকা থাকবে না। সব তুলে নেবে। কারণ, আপনার টাকার হিসাব তো এখন মোদির মোবাইলে বন্দী আছে। ইচ্ছে করলেই তিনি তুলে নেবেন। তাই ভুল করবেন না তৃণমূলকে ভোট দিতে। এই বিজেপি বদলে দেবে দেশের সংবিধান। থাকবে না আপনার মতপ্রকাশের স্বাধীনতা। তাই ভুলেও ভোট দেবেন না বিজেপিকে।’

মমতা বলেন, ‘আজ দেশ বাঁচাতে তাই আসতে হবে আপনাদের তৃণমূলের পতাকাতলে। তৃণমূলই দিতে পারবে আপনাদের বাঁচার গ্যারান্টি। সমুন্নত রাখবে আপনাদের অধিকারকে। তাই স্লোগান তুলতে হবে—দেশ বাঁচাও, মোদি হটাও। বদলে দিন, বদলে দিন, বিজেপিকে হারিয়ে দিন।’