দিল্লির সরকার গড়বে তৃণমূলই: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়। রয়টার্স ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায়। রয়টার্স ফাইল ছবি

এবার খোদ দিল্লিতেই সরকার গড়ার আশা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেছেন, কোনো শক্তিই তাঁদের রুখতে পারবে না।

মমতা বন্দ্যোপাধ্যায় আজ বুধবার দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়ায় এক নির্বাচনী জনসভায় এ কথা বলেছেন।

ভারতের ৫৪৩ আসনের লোকসভায় পশ্চিমবঙ্গের আসন ৪২টি। পশ্চিমবঙ্গের বাইরে নামকাওয়াস্তে যেসব জায়গায় তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে, সেখানে দলটির প্রার্থীদের জেতার কোনো আশা নেই।

এরপরও আজ জোর দিয়ে বলেছেন, ‘তৃণমূল এ রাজ্যে পাবে ৪২ আসনের মধ্যে ৪২ আসনই। আর এই আসন নিয়েই এবার দিল্লির সরকার গড়বে তৃণমূল।’

মমতা আরও বলেন, দিল্লির গদিতে আর ফিরছে না মোদি। তাঁর অন্তিম সময় এসে গেছে। বেজে গেছে বিদায়ঘণ্টা। এবার দিল্লির সরকার গড়বে তৃণমূল। এমন কোনো শক্তি নেই, যে তৃণমূলকে রুখতে পারে। তৃণমূলকে বাদ দিয়ে সরকার গড়তে পারে।

আজ যে চোপড়া এলাকায় মমতা সভা করলেন, এটি লোকসভার দার্জিলিং আসনের অন্তর্গত। মমতা বলেছেন, ‘এই দার্জিলিংয়ে কোনো দিন তৃণমূল জিততে পারেনি। এবার আপনারা জিততে দিন। আপনাদের ভোটে এবার আমরা দার্জিলিংয়ে জিতব। শুধু দার্জিলিং নয়, আমরা জিতব এই রাজ্যের ৪২ আসনেই।’

মমতা বলেছেন, ‘এখন পশ্চিমবঙ্গে কংগ্রেসের অস্তিত্ব নেই। সিপিএম শেষ হয়ে গেছে। তাই দিল্লির সরকার গড়তে এবার কংগ্রেস ও সিপিএমকে ভোট না দিয়ে তৃণমূলকে ভোট দিন। ওদের ভোট দিলে লাভবান হবে বিজেপি। আমরা ভোট পেলে দিল্লির সরকার গড়তে পারব। তাড়াতে পারব মোদিকে।’

মমতা কংগ্রেস-সিপিএম-বিজেপিকে তিন ভাই হিসেবে চিহ্নিত করে বলেছেন, ওরা জগাই-মাধাই–গদাই। ওদের এবার বিদায় নিতে হবে এই রাজ্যপাট থেকে। বলেছেন, ‘মায়েদের উলুধ্বনি আর ভাইদের হাততালি এবার দিল্লির বিজেপি সরকারকে করবে খালি।’