সুদানে সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট গ্রেপ্তার

ওমার আল বশির। ছবি: রয়টার্স
ওমার আল বশির। ছবি: রয়টার্স

প্রায় ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা নিয়েছে দেশটির সেনাবাহিনী। পরে তাঁকে গ্রেপ্তারও করা হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী এই তথ্য জানিয়েছেন।

বিবিসির অনলাইনের খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সেনা অভুত্থানে ক্ষমতাচ্যুত হন ওমর আল বশির। সুদানের ভাইস প্রেসিডেন্ট আওয়াদ ইবনে ওফ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, পরবর্তী নির্বাচনের পর নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত দুই বছরের জন্য দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। একই সঙ্গে তিন মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ওমর আল বশির ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় ছিলেন। কয়েক মাস ধরে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ চলছিল। আওয়াদ ইবনে ওফ বলেন, ওমর আল বশিরকে নিরাপদে রাখা হবে। তিনি বলেন, সুদানের সংবিধান স্থগিত করা হচ্ছে, পরবর্তী নোটিশ দেওয়া না পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে এবং ২৪ ঘণ্টার জন্য বিমানবন্দরও বন্ধ থাকবে।

ওমর আল বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে সুদানের পশ্চিমাঞ্চলের দারফুর এলাকায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে।