ইউরোপে করোনায় মৃতদের অর্ধেক বৃদ্ধনিবাসের বাসিন্দা

ইউরোপের বেশির ভাগ দেশে এখন করোনায় মৃত্যু কমতির দিকে। ছবি: রয়টার্স
ইউরোপের বেশির ভাগ দেশে এখন করোনায় মৃত্যু কমতির দিকে। ছবি: রয়টার্স

করোনা মহামারিতে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বিপর্যস্ত অঞ্চল ইউরোপ। ১ লাখ ১৫ হাজারের মতো মানুষ মারা গেছেন এখানকার দেশগুলোতে। এর মধ্যে ভয়ানক এক তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউরোপে যত মানুষ মারা গেছেন, তার প্রায় অর্ধেক বৃদ্ধনিবাসের বাসিন্দা।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হওয়ার হারসহ বিভিন্ন তথ্য প্রতিনিয়ত হালনাগাদ করছে ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো। তাদের সর্বশেষ তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৫০০ জনের এবং সুস্থ হয়েছেন ৭ লাখ ৩০ হাজার।

বিবিসি জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুগে গতকাল ডেনমার্কের কোপেনহেগেনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, করোনাভাইরাসে ইউরোপের দেশগুলোতে যত মানুষের মৃত্যু হয়েছে, তার প্রায় অর্ধেক বৃদ্ধনিবাসের বাসিন্দা। এসব বয়স্ক মানুষের রক্ষায় আরও জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

 হ্যান্স ক্লুগে বলেন, বৃদ্ধনিবাসগুলোতে যাঁরা মারা যাচ্ছেন, চিকিৎসা এবং প্রিয়জনের সেবাশুশ্রূষাসহ সব ধরনের সহযোগিতা পাওয়ার অধিকার তাঁদের আছে।

 মহামারির মধ্যে এসব বৃদ্ধনিবাসে যাঁরা সেবা দিচ্ছেন, তাঁদের সত্যিকারের নায়ক হিসেবে অভিহিত করে হ্যান্স ক্লুগে বলেন, ‘পর্যাপ্ত পারিশ্রমিক ও যথাযথ নিরাপত্তাসামগ্রীর অভাবের মধ্যেও তাঁরা কাজ করেছে যাচ্ছেন। অতিরিক্ত সময় ধরে কাজ করতে করতে তাঁরা ক্লান্ত। এরপরও তাঁরা সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করতে আমাদের সবকিছু করা উচিত।’

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বুধবারও ছিল আগের দিনের মতো। ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, এদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৬ হাজার ৬০৭, যা আগের দিন মঙ্গলবার ছিল ৭ হাজার ৬২ জন। মৃত্যুর সংখ্যা কয়েক শ কমলেও এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫ হাজারের মতো। বুধবার আক্রান্ত হন ৭৯ হাজার ৯৯৬ জন।

বুধবারও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। দেশটিতে মারা যান ২ হাজার ৩৪১ জন। আগের দিন মঙ্গলবার এই সংখ্যা ছিল ২ হাজার ৮০৪। গতকাল রাত আটটা নাগাদ দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৮ লাখ মানুষ। এর মধ্যে মারা গেছেন প্রায় ৪৮ হাজার।

ইউরোপের বেশির ভাগ দেশে মৃত্যু অবশ্য কমতির দিকে আছে বলেই মনে হচ্ছে। সেখানে মৃত্যুতে শীর্ষে আছে ইতালি। গতকাল পর্যন্ত মারা গেছেন ২৫ হাজারের বেশি মানুষ, আক্রান্ত ১ লাখ ৮৭ হাজার। মৃত্যুতে ইতালির পরেই আছে স্পেন। বুধবার ৪৩৫ জনের পর গতকাল সেখানে মারা গেছেন ৪৪০ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। তবে ইউরোপে সবচেয়ে বেশি আক্রান্ত এখন এ দেশটিতে, ২ লাখ ১৩ হাজার।

ইতালি ও স্পেনের পর আছে ফ্রান্স। বুধবার দেশটিতে মৃত্যু হয় ৫৪৪ জনের। এ নিয়ে দেশটিতে মারা গেছেন প্রায় সাড়ে ২১ হাজার মানুষ। আক্রান্ত প্রায় ১ লাখ ৬০ হাজার।

তবে ইউরোপে এখন প্রতিদিন সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছেন যুক্তরাজ্যে। বুধবার সেখানে মারা যান ৭৬৩ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। আর সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার মানুষ।

এ ছাড়া জার্মানি ও ইরানে গতকাল পর্যন্ত মারা গেছেন প্রায় সাড়ে ৫ হাজার করে মানুষ। এর মধ্যে ইরানে মৃত্যু ধীরে ধীরে কমলেও জার্মানিতে মৃতের সংখ্যা একই রকম রয়েছে। দেশটিতে বুধবার মৃত্যু হয়েছে ২২৯ জনের।

এর বাইরে কয়েকটি দেশে মৃত্যুর সংখ্যা বুধবার বেশ বেশি ছিল। যেমন ব্রাজিলে ১৬৫ (মোট ২,৯০৬), কানাডায় ১৪০ (মোট ১,৯৭৪), বেলজিয়ামে ২৬৪ (মোট ৬,২৬২), নেদারল্যান্ডসে ১৩৮ (মোট ৪,০৫৪) এবং তুরস্কে ১১৭ (মোট ২,৩৭৪)।