ব্রাজিলে করোনায় মৃত্যু ১ লাখ ছাড়াল

ব্রাজিলে করোনা রোগী ও মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে ধারণা বিশেষজ্ঞদের। ছবি: রয়টার্স
ব্রাজিলে করোনা রোগী ও মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে ধারণা বিশেষজ্ঞদের। ছবি: রয়টার্স

করোনাভাইরাসের মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে গত শনিবার পর্যন্ত ৩০ লাখের বেশি করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। ওই দিন মৃত্যু এক লাখ ছাড়িয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার বলেছে, গত শুক্রবার থেকে ওই দিন পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে নয় শতাধিক করোনা রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় ৫০ হাজার।

ব্রাজিলে করোনার সংক্রমণ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট জইর বলসোনারো।

তবে প্রেসিডেন্ট জইর দাবি করেছেন, এই ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় স্পষ্ট নীতি রয়েছে তাঁর সরকারের।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা রোগী ও মৃত্যুর যে হিসাব ব্রাজিলের সরকার দিচ্ছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে প্রায় ছয় গুণ বেশি। এর অন্যতম কারণ পরীক্ষা কম হওয়া।