মেহবুবা মুফতি কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রী!

মেহবুবা মুফতি
মেহবুবা মুফতি

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন মেহবুবা মুফতি। তিনি হচ্ছেন রাজ্যের ১৩তম মুখ্যমন্ত্রী। এরই মধ্যে বিজেপি তাঁকে সমর্থন জানিয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
জম্মু ও কাশ্মীরের বর্তমান ক্ষমতাসীন দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রতিষ্ঠাতা মুফতি মোহাম্মদ সাঈদ গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে মারা যান। গত বছরের মার্চে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সাঈদ। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে জোট বেঁধে রাজ্যে সরকার গঠন করেন তিনি।
বিজেপির ভাইস প্রেসিডেন্ট ও জম্মু-কাশ্মীরে দলটির দায়িত্বপ্রাপ্ত নেতা অবিনাশ রায় খান্না বলেছেন, ‘পিডিপি ঠিক করবে, কে তাদের নেতা হবে। আমাদের জোট পিডিপির সঙ্গে আছে।’
এরই মধ্যে পিডিপির একটি প্রতিনিধিদল রাজ্যপাল এন এন ভোরার সঙ্গে সাক্ষাৎ করে মেহবুবার প্রতি দলের সমর্থনের কথা জানিয়ে দিয়েছে।