সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা ৯ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল হওয়া এই পরীক্ষা আবার অনুষ্ঠিত হচ্ছে।

গত বছরের ৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সিনিয়র স্টাফ নার্স পদে এমসিকিউ পদ্ধতির ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে প্রশ্ন ফাঁসের অভিযোগে ওই পরীক্ষা বাতিল করে পিএসসি।

৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ঢাকার ১২টি কেন্দ্রে ১৬ হাজার ৯০০ পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন।

পরীক্ষায় অংশ নিতে প্রার্থীরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা হলে কোনো বই, ব্যাগ, হাতঘড়ি, মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে চার হাজার সিনিয়র স্টাফ নার্স ও ৬০০ মিডওয়াইফ নিয়োগ করা হবে পিএসসির অধীনে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।