মাতি বৈশাখের রঙে

বৈশাখে ছেলেদের পোশাকে পাঞ্জাবির বিকল্প খোঁজা বোকামি। দেশি ফ্যাশন হাউসের পাঞ্জাবিতে লাল আর সাদার ছড়াছড়ি। নানাভাবে ব্যবহার করা হয়েছে এই দুটি রং। তাতে ব্লকপ্রিন্ট, বাটিক, প্যাঁচা, মুখোশ, পাখির পালক, দেশি বাদ্যযন্ত্র, পিঠার ছাঁচ, গয়নার বাক্সের কারুকাজ, আলপনাসহ কত রকম নকশা। বাজারের সিংহভাগ পাঞ্জাবিই সুতি কাপড়ে তৈরি। কিছু আছে সিল্কের। বৈশাখে সারা দিন ঘোরাফেরা করতে সুতি পাঞ্জাবি বেছে নেওয়ার পরামর্শ দিলেন ডিজাইনাররা।
টাই–ডাই করা পাঞ্জাবিতে উজ্জ্বল সব রং। মেরুন, নীল, সবুজ মেশানো পাঞ্জাবির কলার ও বাটন প্লেটে আলাদা নকশার কাপড় ব্যবহার করা হয়েছে। পাশেই পুরো সাদা পাঞ্জাবির কাঁধে করা হয়েছে রিকশা ও পটচিত্রের নকশা। মডেল: শাওন ও রিজভী পাঞ্জাবি: কে ক্র্যাফট  ছবি: কবির হোসেন
টাই–ডাই করা পাঞ্জাবিতে উজ্জ্বল সব রং। মেরুন, নীল, সবুজ মেশানো পাঞ্জাবির কলার ও বাটন প্লেটে আলাদা নকশার কাপড় ব্যবহার করা হয়েছে। পাশেই পুরো সাদা পাঞ্জাবির কাঁধে করা হয়েছে রিকশা ও পটচিত্রের নকশা। মডেল: শাওন ও রিজভী পাঞ্জাবি: কে ক্র্যাফট ছবি: কবির হোসেন
লম্বা চেকের মেরুন পাঞ্জাবির বুকের কাছে অল্প সুতার কাজ। আর কলারের ওপরে ও হাতায় কালো চিকন বর্ডার। লাল পাঞ্জাবির একটিতে একই রঙের (সেলফ কালার) ছাপ। সঙ্গে চুড়িদার বা প্যান্ট কাটের পায়জামা পরলেই বৈশাখের সাজ শেষ!
লম্বা চেকের মেরুন পাঞ্জাবির বুকের কাছে অল্প সুতার কাজ। আর কলারের ওপরে ও হাতায় কালো চিকন বর্ডার। লাল পাঞ্জাবির একটিতে একই রঙের (সেলফ কালার) ছাপ। সঙ্গে চুড়িদার বা প্যান্ট কাটের পায়জামা পরলেই বৈশাখের সাজ শেষ!