নোবেলের প্রিয় বিফ স্টেক, মেয়ের সুশি

বাবা নোবেলের সঙ্গে মেয়ে নামীরা আরমিন। ছবি: সংগৃহীত
বাবা নোবেলের সঙ্গে মেয়ে নামীরা আরমিন। ছবি: সংগৃহীত

জনপ্রিয় মডেল নোবেল। তাঁর মেয়ে নামীরা আরমিন পড়ছেন ভারতের পুনের ইউডব্লিউসি মহেন্দ্র কলেজে। আজকের দুই প্রজন্মে থাকছে এই বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।

১. কী খেতে ভালোবাসেন?
নোবেল: গ্রিলড চিকেন, বিফ স্টেক। খাবার যা-ই হোক, স্বাস্থ্যকর হতে হবে।
মেয়ে: সুশি ও পিৎজা।

২. কোথায় বেড়াতে পছন্দ করেন?
নোবেল: কক্সবাজার। সম্প্রতি রকি মাউন্টেন দেখতে গিয়েছিলাম, দারুণ লেগেছে।
মেয়ে: শহুরে জীবন ভালো লাগে। তবে প্রকৃতি খুব টানে।

৩. প্রিয় লেখক কে?
নোবেল: হুমায়ূন আহমেদের অনেক বই পড়েছি। তবে এখন ইন্টারনেটে টেলিকম-বিষয়ক লেখাই পড়া হয়।
মেয়ে: ইউভাল নুহ হারাই।

৪. প্রিয় পোশাক কী?
নোবেল: টি-শার্ট, জিনসের প্যান্ট আর স্যুট।
মেয়ে: টপ ও পায়জামা।

৫. প্রিয় রং কী?
নোবেল: লাল, কালো ও বেগুনি।
মেয়ে: কালো ও বেগুনি।

৬. প্রিয় সিনেমা?
নোবেল: অনেক আগে ভিসিআরে দেখা—দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি, সম্প্রতি দেখা আয়নাবাজি ভালো লেগেছে।
মেয়ে: অনেক সিনেমা আমার পছন্দের তালিকায়। সেখান থেকে আলাদা করে কয়েকটা বলা সম্ভব নয়।

৭. কার গান শুনতে ভালোবাসেন?
নোবেল: পিংক ফ্লয়েডের গান খুব ভালো লাগে। দেশে সামিনা চৌধুরীসহ অনেকের গান ভালোবাসি।
মেয়ে: বর্নস অ্যান্ড দ্য নেইবারহুড।

৮. কখন রেগে যান?
নোবেল: জরুরি মুহূর্তে প্রয়োজনীয় জিনিস খুঁজে না পেলে।
মেয়ে: যখন একসঙ্গে অনেক কাজ জমে যায়।

সাক্ষাৎকার: হাসান ইমাম