পোশাকে বাটিকের নকশা

রোজা শুরুর কিছুদিন আগে থেকেই ঈদের কাজের বায়না আসতে শুরু করে ঢাকার নিউমার্কেটের বাটিকের কারিগরদের কাছে। সুতি কাপড় ও শাড়িতে নিজেদের পছন্দের রঙে নকশা করিয়ে নেন ফ্যাশন সচেতন নারীরা। নিউমার্কেটে ২০০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকায় পোশাকে নকশা করিয়ে নেওয়া যায়। শুধু পোশাকে নয়, অনেকেই ঘরের পর্দা, বিছানার চাদর, বালিশের কভারসহ নানা কাপড়ে বাটিকের নকশা করিয়ে নিচ্ছেন। ছবিগুলো বৃহস্পতিবারের।

১ / ৫
পোশাকে কোন নকশা হবে, তা বুঝিয়ে দিচ্ছেন কারিগরকে।
পোশাকে কোন নকশা হবে, তা বুঝিয়ে দিচ্ছেন কারিগরকে।
২ / ৫
সাদা কাপড়ের নীল রঙের নকশা।
সাদা কাপড়ের নীল রঙের নকশা।
৩ / ৫
কারিগরেরা এখন দিনরাত নকশার কাজে ব্যস্ত।
কারিগরেরা এখন দিনরাত নকশার কাজে ব্যস্ত।
৪ / ৫
কিছু নকশা ঐতিহ্যবাহী। চাহিদা থাকায় বছরের পর বছর এসব নকশা টিকে আছে।
কিছু নকশা ঐতিহ্যবাহী। চাহিদা থাকায় বছরের পর বছর এসব নকশা টিকে আছে।
৫ / ৫
এখন আর শুধু ছাপ দিয়েই নকশা করা হয় না। স্প্রে করেও ফুটিয়ে তোলা হয় নকশা।
এখন আর শুধু ছাপ দিয়েই নকশা করা হয় না। স্প্রে করেও ফুটিয়ে তোলা হয় নকশা।