কিনি ঈদের গয়না

ঈদকে ঘিরে জমে উঠেছে গয়নার বাজার। ছবি: দীপু মালাকার
ঈদকে ঘিরে জমে উঠেছে গয়নার বাজার। ছবি: দীপু মালাকার

ধাতু, জার্মান রুপা, কড়ি, মাটি, কাঠ, পুঁতি, সুতা, হাড়, পাখির পালক, কাপড়, পমপম ইত্যাদি। উপকরণের শেষ নেই। ঈদে গয়নার বাজারে ঢুকলে এই উপকরণগুলোই দেখতে পাবেন। এগুলো দিয়েই সাজানো হয়েছে গয়নার সম্ভার। নিউমার্কেট, চাঁদনীচক, গাউছিয়ার বাজার ঘুরে জানা গেল এবারের গয়নার চলতি ধারার নকশা।

দোকান ঘুরে গয়না কিনছিলেন দুই বন্ধু তনুশ্রী ও বিথী। তনুশ্রীর পছন্দ কড়ি, সুতো এবং কাঠের গয়না। তাঁর মতে, কাঠের গয়নাগুলো নান্দনিক। অন্যদিকে বিথীর পছন্দ হাড়, পুঁতি, সুতো, পমপম এবং পাখির পালকের গয়না। তবে ঈদে বাজার মাতাবে ধাতুর গয়না, এমনটাই জানালেন ধানমন্ডি হকার্স মার্কেটের রতন ভিউ অ্যান্টিক জুয়েলারির কর্মী মহিউদ্দিন। দামি ধাতুর বদলে দস্তা, পিতল, সংকর ধাতুর গয়না সাজগোজে যোগ করেছে নতুন মাত্রা। নিত্য নতুন নকশা, ঝকঝকে দেখতে এসব গয়নায় রয়েছে একধরনের আভিজাত্য। সাবেকি নকশার পাশাপাশি এসব গয়নায় আনা হয়েছে ভিন্নতা। কোনো কোনো মালায় সুতোর টারসেলে বাঁধা রানি এলিজাবেথের ছবি খোদাই করা মেটালের কয়েন, কোনোটায় আবার ছোট ছোট গোল চাকতিতে বড় বড় লকেটে শোভা পাচ্ছে সম্রাজ্ঞী মমতাজ। যুগের সঙ্গে মিলিয়ে এসব গয়নায় এসেছে রং, নকশা, উপাদানের পরিবর্তন। ফলে হালকা ধরনের সোনালি, অ্যান্টিক বা কপার রঙের মেটালের এসব গয়না কিশোরী থেকে পরিণত বয়সের যে কেউই সাজের অনুষঙ্গ হিসেবে বেছে নিতে পারেন। এ ছাড়া ধাতু, কড়ি, পুঁতির পাশাপাশি পছন্দের তালিকায় জার্মান রুপা বেশ নজর কাড়ছে ক্রেতাদের। নান্দনিক সব ডিজাইনের গয়নায় রয়েছে মুক্তা, রুবিসহ নানা রকম পাথরের নিখুঁত কারুকাজ। গাউছিয়া, নিউমার্কেট, চাঁদনীচক, চন্দ্রিমা ঘুরে জানা গেল, এসব জায়গায় ৫০ বা ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ বা ২ হাজার ৫০০ টাকার মধ্যেই দুল, আংটি, চোকার, হার, লকেট এসব পাওয়া যাবে।

জার্মান রুপার তৈরি গয়নার কদর বেশ এবার।
জার্মান রুপার তৈরি গয়নার কদর বেশ এবার।