ক্যানসার সচেতনতায় কর্মসূচি পালিত

ক্যানসার সচেতনতাবিষয়ক কর্মসূচি পালন উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা। ছবি: সংগৃহীত।
ক্যানসার সচেতনতাবিষয়ক কর্মসূচি পালন উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা। ছবি: সংগৃহীত।

সম্প্রতি রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ক্যানসার সচেতনতাবিষয়ক কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচির আওতায় ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

জেনভায়ো ফার্মার আয়োজনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্তকরণের ওপর জোর দেন বক্তারা।

আয়োজকেরা জানান, সেমিনারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আতিকুল ইসলাম, প্রো-ভিসি গিয়াস উদ্দিন আহসান, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান দীপক কুমার মিত্র, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলোজি বিভাগের বিভাগীয় প্রধান এহতেশামুল হক, বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুস সালাম আরিফ, মাসুদা বেগম, মাহমুদুর রহমান সিদ্দিকী, আলী নাফিসা ও জেনভায়োর প্রধান নির্বাহী আহম্মেদ এম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।