স্টাইলে লম্বা পোশাক

>লম্বা পোশাকের চল ফিরে এসেছে। নানা কাট আর কাপড়ের মিশেলে বানানো হচ্ছে লম্বাটে ধাঁচের পোশাক। তবে কখনো কখনো সেটা হাঁটু পর্যন্ত এসেও থেমে যাচ্ছে। লম্বা পোশাকের মাধ্যমে যেকোনো স্টাইল তৈরি করা যায়। তবে স্থান অনুযায়ী বেছে নিতে হবে পোশাকের ছাঁট আর নকশা।
শরতের আকাশ আর কাশফুলের কথা মনে করিয়ে দেয় এ পোশাক। পোশাকের নিচে দুই লেয়ার দেওয়া হয়েছে। সাদা কাপড়ে নীল রঙের ব্লক বাটিক করা। পোশাক: আর্ট অব ব্লু
শরতের আকাশ আর কাশফুলের কথা মনে করিয়ে দেয় এ পোশাক। পোশাকের নিচে দুই লেয়ার দেওয়া হয়েছে। সাদা কাপড়ে নীল রঙের ব্লক বাটিক করা। পোশাক: আর্ট অব ব্লু
পোশাকের নিচের অংশে উঁচু-নিচু কাট। বন্ধুদের আড্ডায়, দিনের অনানুষ্ঠানিক অনুষ্ঠান কিংবা নিছক ঘোরার জন্যও মন্দ নয় পোশাকটি। সাদা জামাটা প্রজাপতির কাটে করা। হ্যান্ডলুম সুতির কাপড়ে বানানো। মডেল: ওশিন, পোশাক: শৈলী, ছবি: সুমন ইউসুফ
পোশাকের নিচের অংশে উঁচু-নিচু কাট। বন্ধুদের আড্ডায়, দিনের অনানুষ্ঠানিক অনুষ্ঠান কিংবা নিছক ঘোরার জন্যও মন্দ নয় পোশাকটি। সাদা জামাটা প্রজাপতির কাটে করা। হ্যান্ডলুম সুতির কাপড়ে বানানো। মডেল: ওশিন, পোশাক: শৈলী, ছবি: সুমন ইউসুফ