অবসরে ইলিয়াস কাঞ্চন নিজেকে সময় দেন ছেলে সিনেমা দেখেন

ছেলের সঙ্গে ইলিয়াস কাঞ্চন। ছবি: খালেদ সরকার
ছেলের সঙ্গে ইলিয়াস কাঞ্চন। ছবি: খালেদ সরকার

চলচ্চিত্র অভিনয়শিল্পী ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তাঁর ছেলে মীরাজুল মঈন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেসিস্টার থেকে অর্থনীতিতে স্নাতক। এবারের দুই প্রজন্মে জানা যাক এই বাবা ও ছেলের পছন্দ-অপছন্দের কথা।
১. আমার পছন্দের অভিনেতা...
ইলিয়াস কাঞ্চন: রাজ্জাক, কবরী ও ববিতা আমার পছন্দের অভিনয়শিল্পী। তবে নিজের কাছে নিজের অভিনয়ও ভালো লাগে।

ছেলে: বাবার অভিনয় বেশি ভালো লাগে। এ ছাড়া দেশের বাইরে অমিতাভ বচ্চন, ক্রিশ্চিয়ান বেল, লিওনার্দো ডিক্যাপ্রিওর অভিনয় আমার ভালো লাগে।

২. অবসরে কী করেন?

ইলিয়াস কাঞ্চন: নিজেকে সময় দিই। নিজের কাজকর্ম নিয়ে অবসরে চিন্তাভাবনা করি।

ছেলে: সিনেমা দেখি, বিভিন্ন ধরনের গেমস খেলি।

৩. সংবাদপত্রে যা ভালো লাগে...

ইলিয়াস কাঞ্চন: আমি নিয়মিতই পত্রিকা পড়ি। এ ক্ষেত্রে রাজনৈতিক বিষয়গুলো বেশি প্রাধান্য পায়। পাশাপাশি সম্পাদকীয়, উপসম্পাদকীয়, খেলা, বিনোদন বিভাগগুলো পড়া হয়।

ছেলে: দেশের পাশাপাশি সব সময় বিশ্বের রাজনৈতিক খবরাখবর পড়ি।

৪. প্রিয় পোশাক...

ইলিয়াস কাঞ্চন: শুটিংয়ে একরকম, আবার অনুষ্ঠানভেদে আরেক ধরনের পোশাক পরতে হয়। বলতে পারেন, পরিস্থিতি বুঝে পোশাক নির্বাচন করতে হয়।

ছেলে: অনুষ্ঠানের ধরন আর পরিস্থিতি বুঝে পোশাক পরে থাকি।

৫. চা-কফি কোনটা পছন্দ?

ইলিয়াস কাঞ্চন: চা পান করতেই ভালো লাগে।

ছেলে: চা পান করেই আনন্দ পাই।

৬. ভ্রমণে আনন্দ পাই...

ইলিয়াস কাঞ্চন: ভ্রমণের জন্য বাংলাদেশই সেরা মনে হয়।

ছেলে: বাবার শুটিংয়ের কারণে দেশের প্রায়ই সব জায়গায় বেড়ানো হয়েছে। তবে দেশের বাইরে সুইজারল্যান্ড খুবই পছন্দ।

 সাক্ষাৎকার: মনজুর কাদের