নওশাবার প্রিয় লতা মঙ্গেশকর, বাবার সাবিনা ইয়াসমীন

বাবা কাজী সেলিম উদ্দিনের সঙ্গে নওশাবা। ছবি: সাবিনা ইয়াসমীন
বাবা কাজী সেলিম উদ্দিনের সঙ্গে নওশাবা। ছবি: সাবিনা ইয়াসমীন
নওশাবা অভিনয়শিল্পী। তাঁর বাবা কাজী সেলিম উদ্দিন, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। আজ থাকছে এই দুই প্রজন্মের দুজনের পছন্দ-অপছন্দ।

১. যা খেতে পছন্দ করি

নওশাবা: মাছ আর আচার।

বাবা: মসলা কম দিয়ে হালকা রান্না করা খাবার। এ ছাড়া মাছ আর ফল বেশি খাওয়া হয়।

২. রেগে গেলে যা করি

নওশাবা: কথা বলতে পারি না। চোখ দিয়ে পানি পড়ে শুধু।

বাবা: বকাবকি করি।

৩. অবসরে...

নওশাবা: অবসর খুব কম পাই। যখন পাই একা একা অনেক কিছুই ভাবি।

বাবা: বই পড়ি আর গান শুনি।

৪. যে কাজ করতে ভালো লাগে

নওশাবা: মেয়ের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে।

বাবা: আমার পাঁচজন নাতি-নাতনি। ওদের সঙ্গে সময় কাটাতে দারুণ লাগে।

৫. কোন পোশাক পছন্দ?

নওশাবা: পোশাক নির্ভর করে আমার ‘মুড’-এর ওপর। যখন যেটা ভালো লাগে তা-ই পড়ি। আলাদা করে বলা কঠিন।

বাবা: পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিপাটি এবং মানানসই পোশাক পছন্দ করি। তবে সাদা রঙের পোশাক বেশি পছন্দ।

৬. পত্রিকায় কোন খবর আগে পড়েন?

নওশাবা: অবশ্যই বিনোদনের খবর বেশি পছন্দ।

বাবা: পত্রিকার শিরোনামগুলো সবার আগে পড়ি। এ ছাড়া কলাম বা সম্পাদকীয় পাতা পড়া হয়।

৭. বেড়াতে ভালো লাগে

নওশাবা: প্রিয় মানুষদের সঙ্গে প্রকৃতির কাছাকাছি যেকোনো জায়গাই আমার খুব পছন্দের।

বাবা: প্রাকৃতিক পরিবেশে যেকোনো জায়গায় বেড়াতেই ভালো লাগে। শুধু মরুভূমি ছাড়া।

৮. প্রিয় সিনেমা?

নওশাবা: রোমান হলিডে জীবন থেকে নেয়া

বাবা: রোমান হলিডে।

৯. আমার প্রিয় গায়ক

নওশাবা: লতা মঙ্গেশকর ও অর্ণব।

বাবা: সাবিনা ইয়াসমীন, ফরিদা পারভীন, হায়দার হোসেন ও মাহমুদুজ্জামান বাবু।

১০. একে অপরের যে কাজটা ভালো লাগে

নওশাবা: আমি যা কিছুই করি বাবার সমর্থন পাই। এই সমর্থনটা অনেক বেশি ভালো লাগে।

বাবা: আমার মেয়ে মানুষের জন্য কিছু কাজ করে। এটা আমার দারুণ পছন্দ।

১১. দেশ নিয়ে ভাবনা...

নওশাবা: মানুষে মানুষে আর বিশ্বাস নেই। এই বিশ্বাসটা ফিরে আসুক। এটাই চাই।

বাবা: আমাদের দক্ষ জনশক্তি আছে। এটা কাজে লাগাতে পারলে আরও বেশি উন্নত করা সম্ভব।

১২. ছেলেবেলায় ফিরে গেলে আমার জীবনের লক্ষ্য যা হতো

নওশাবা: গোছানো অভিনেত্রী হতাম।

বাবা: সামরিক অফিসারই হতাম।

সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক