জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তি ও কুইজ উৎসব অনুষ্ঠিত

সায়েন্স ফিকশন মেধাবৃত্তি ও কুইজ উৎসবে অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন, ৩০ এপ্রিল। ছবি: সংগৃহীত
সায়েন্স ফিকশন মেধাবৃত্তি ও কুইজ উৎসবে অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন, ৩০ এপ্রিল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সায়েন্স ফিকশন মেধাবৃত্তি ও কুইজ উৎসব অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে গত ৩০ এপ্রিল এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সভাপতি ও বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মডারেটর অধ্যাপক ড. দীপিকা রানী সরকার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ ও বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির কেন্দ্রীয় সভাপতি এস এম মোস্তাক আহমেদ, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও দপ্তর সম্পাদক আজহারুল হক ফরাজী উপস্থিত ছিলেন।

সায়েন্স ফিকশন মেধাবৃত্তি ও কুইজ উৎসবে আগত দর্শকেরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন, ৩০ এপ্রিল। ছবি: সংগৃহীত
সায়েন্স ফিকশন মেধাবৃত্তি ও কুইজ উৎসবে আগত দর্শকেরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন, ৩০ এপ্রিল। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানের প্রধান আলোচক বিশিষ্ট কথাসাহিত্যিক ও মনঃশিক্ষাবিদ অধ্যাপক ড. মোহিত কামাল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একসময় ক্লাব বা সামাজিক সংগঠনগুলো এতটা সক্রিয় ছিল না। কারণ, আজ থেকে ১২ বছর আগে আমি জগন্নাথে এসে হতাশ হয়েছিলাম। কিন্তু আজ এসে নতুন উদ্যমে পেলাম। বিএসএফএস এখানে তাদের কার্যক্রম শুরু করছে। আমি বিশ্বাস করি, এই ছেলেরা বই পড়ে। এই ছেলেরা গবেষণা করে। সকল ভালো কাজের সঙ্গে থাকে। সুতরাং তারা বিপথগামী হবে না। বর্তমানে সারা বিশ্বে যে উগ্রবাদীদের থাবায় ক্ষতবিক্ষত হচ্ছে, এসব অপতৎপরতা বন্ধ হবে যদি আমরা তরুণদের এ ধরনের সৃষ্টিশীল কাজে সক্রিয় করতে পারি। তাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, শিক্ষার্থীদের সৃজনশীল কাজে উৎসাহিত করুন।’

বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে সায়েন্স ফিকশন মেধাবৃত্তি ও কুইজ উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন, ৩০ এপ্রিল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে সায়েন্স ফিকশন মেধাবৃত্তি ও কুইজ উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন, ৩০ এপ্রিল। ছবি: সংগৃহীত

পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে তিন সেরা শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এঁরা হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের তামান্না ইসলাম তমা ও জারিন তাবাসসুম এবং অণুজীববিজ্ঞান বিভাগের তাসলিমা আক্তার।

এ ছাড়া প্রতিটি বিভাগের তিনজন করে মোট ১২০ জন কুইজ বিজয়ীকে মগ, টি-শার্ট, বিজ্ঞান আনন্দ ও মিস্টার নুডলস প্রদান করা হয়। আর সেরা দুই কুইজ বিজয়ী কলকাতার সায়েন্স সিটি ভ্রমণের সুযোগ পাবেন।

এ সময় বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।