ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটির বিতর্ক প্রতিযোগিতা ও ইফতার আয়োজন

বিতর্ক প্রতিযোগিতায় জয়ীরা। ছবি: সংগৃহীত
বিতর্ক প্রতিযোগিতায় জয়ীরা। ছবি: সংগৃহীত

ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটি (সিডিএসি) প্রতি বছরের মতো এবারও অন্তঃ ক্যামব্রিয়ান বিতর্ক প্রতিযোগিতা ও ইফতার মাহফিলের আয়োজন করে। গত শুক্রবার রাজধানীর বারিধারায় জামালপুর টাওয়ারে ক্যামব্রিয়ানের ক্যাম্পাস ৬-এ বিতর্ক ও ইফতারের আয়োজন হয়।

২০১১ সালে ১৪ আগস্ট যাত্রা হয় ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটির। প্রতি বছরের মতো এ বছরের প্রতিযোগিতার নামও ‘ব্যাটেল অব ব্যাসিলিয়াস’ যার অর্থ রাজাদের যুদ্ধ। এই আয়োজনে ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটির সব সাবেক ও বর্তমান বিতার্কিকেরা বিতর্ক করেন। এ বছরও এ আয়োজন হয়েছে। পৃথিবীর অন্যতম জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘গেম অব থ্রোনস’ কিছুদিন আগেই শেষ হয়েছে। তাই এবারের আয়োজনে ভিন্নতা আনতে এবং এত জনপ্রিয় একটি টিভি সিরিজকে সম্মান জানাতে এ বছরের ‘ব্যাটেল অব ব্যাসিলিয়াস’-এর থিম ছিল ‘গেম অব থ্রোনস।’ অর্থাৎ সব রাজা রানিরা ছিলেন গেম অব থ্রোনসের চরিত্রের নামে। দলের নাম ছিল একেকটি হাউসের নামে।

প্রতিবছর সব সাবেক ও বর্তমান বিতার্কিকদের নিয়ে ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটি (সিডিএসি) ইফতার মাহফিলেরও আয়জন করে থাকে। সারা দিন বিতর্কের পর সবাই মিলে ইফতার করার মাধ্যমে পর্দা নামে ‘সিডিএস প্রেজেন্সটস ব্যাটেল অব ব্যাসিলিয়াস অ্যান্ড গ্র্যান্ড ইফতার পার্টি ২০১৯’ নামক দিনব্যাপী সিডিএসিয়ানদের এক মহামিলনের।

প্রতিবছর সব সাবেক ও বর্তমান বিতার্কিকদের নিয়ে ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটি ইফতার মাহফিলের আয়জন করে থাকে। ছবি: সংগৃহীত
প্রতিবছর সব সাবেক ও বর্তমান বিতার্কিকদের নিয়ে ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটি ইফতার মাহফিলের আয়জন করে থাকে। ছবি: সংগৃহীত