ট্রাম্পের হুমকিতে মাদুরোরই লাভ!

ডোনাল্ড ট্রাম্প ,নিকোলাস মাদুরো
ডোনাল্ড ট্রাম্প ,নিকোলাস মাদুরো

 রাজধানী কারাকাসের এক রেস্তোরাঁয় আইনজীবী লুইস আলবার্টো রদ্রিগেজ বলেন, মার্কিনরা ভেনেজুয়েলা আক্রমণ করতে চায় তা বলার মধ্য দিয়ে তিনি (ট্রাম্প) জাতীয়তাবাদী অবস্থানকে জোরালো করে মাদুরোর আরও উপকার করেছেন।

এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির পরপরই মাদুরোর অনুগত মহল বিরোধী মহলকে একহাত নিতে ভোলেনি। এমনিতেও বিরোধীদের মাদুরোপন্থীরা ‘যুক্তরাষ্ট্রের চামচা’ বলে খোঁচা দিয়ে থাকে। উদ্ভূত প্রেক্ষাপটে মাদুরোর ছেলে নিকোলাস বলেছেন, ‘নিজের চরকায় তেল দিন এবং নিজের সমস্যার সমাধান করুন, ট্রাম্প।’ নিকোলাস আরও বলেন, ‘যদি ভেনেজুয়েলায় আক্রমণ হয়, রাইফেল পৌঁছে যাবে নিউইয়র্কে, হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ নেব আমরা।’

ট্রাম্পের সামরিক হস্তক্ষপের হুমকি দেওয়ার পর ভেনেজুয়েলার বিরোধী নেতারা কেউই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। কী বলবেন, ঠিক বুঝে পাচ্ছেন না মাদুরোবিরোধীও। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ‘আমি বুঝে পাচ্ছি না কী বলব। পরিস্থিতি জটিল ঠেকছে।’

মানবাধিকারবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘ওয়াশিংটন অফিস অন লাতিন আমেরিকান’-এর এক কর্মকর্তা বলেন, ‘ট্রাম্পের কাছ থেকে এর চেয়ে ভালো উপহার চাইতে পারতেন না মাদুরো নিজেও।’

 এদিকে গত শনিবারও কারাকাসের সড়কে মাদুরোবিরোধী এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সহিংসতা হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ভেনেজুয়েলায় গত এপ্রিল থেকে শুরু হওয়া সহিংসতার ঘটনায় ১২০ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। মুদ্রাস্ফীতির পাশাপাশি খাদ্য ও ওষুধের স্বল্পতাও সেখানে দেখা দিয়েছে।