অটোয়ায় ২৯ অক্টোবর মানুষ মানুষের জন্য

বাংলাদেশের বন্যাকবলিত মানুষ ও রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে ২৯ অক্টোবর অটোয়ায় বসবাসরত বাংলাদেশিদের বাঙালি সমাজের উদ্যোগে ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ওই দিন বিকেল ৪টায় কার্লটন ইউনিভার্সিটি’র কৈলাশ মিত্তাল থিয়েটার শুরু হবে ‘মানুষ মানুষের জন্য’ শীর্ষক এই অনুষ্ঠান।
অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দ্যেশ্যে কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, আনোয়ার খান, শাহ বাহাউদ্দীন শিশির, মামতা দত্ত, ডালিয়া ইয়াসমিন, অং সুই থোয়াই এবং সৌরভ বড়ুয়াকে উপকমিটিগুলো সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়েছে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে ফারুক হোসেন আশা প্রকাশ করেন, এই আয়োজনে দলমত-নির্বিশেষে অটোয়ার সব বাংলাদেশি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসবেন। এই মহতী অনুষ্ঠানে সবাইকে আন্তরিক ও সাদর আমন্ত্রণ জানান, ‘আসুন আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই। তাঁদের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিই।’ বিজ্ঞপ্তি