ফ্লোরিডায় পদচারী-সেতু ধসে বেশ কয়েকজন নিহত

ছবি: টুইটার
ছবি: টুইটার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি পদচারী-সেতু ধসে বেশ কয়েকজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা জানা যায়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এএফপির এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়। ফ্লোরিডা হাইওয়ে পুলিশের মুখপাত্র আলেজান্দ্রো আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বেশ কয়েকজন নিহতের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে সঠিক সংখ্যাটা এখনই বলা যাচ্ছে না।’ অন্তত পাঁচ থেকে ছয়টি গাড়ি সেতুটির নিচে চাপা পড়ে আছে বলে তিনি জানান।

সেতুটি ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ের সড়কের সঙ্গে সংযুক্ত ছিল। গত শনিবারই এটি স্থাপন করা হয় বলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েব সাইটে দেওয়া হয়েছে। আট লেনের সড়কের ওপর দিয়ে রাস্তা পারাপারে এটি স্থাপন করা হয়েছিল। ১৭৪ ফুট দীর্ঘ সেতুটির ওজন ছিল ৯৫০ টন।

ইতিমধ্যে সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে। আহতদের কাছাকাছি হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়।