ট্রাম্পের মুখে কথা নেই

মার্কিন টিভিতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রচারের পর দুই দিন অতিবাহিত হয়েছে। এখনো মুখ ফুটে টুঁ শব্দটি করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। এমনিতে কারণে-অকারণে তিনি টুইট করতে ভালোবাসেন। সবচেয়ে বেশি ভালোবাসেন নিজের বিরুদ্ধে যেকোনো সমালোচনা বা অপ্রিয় সত্যকে ‘ফেক নিউজ’ বলে উড়িয়ে দিতে। তাঁর এই অভ্যাস সম্বন্ধে স্ত্রী মেলানিয়া ট্রাম্প বলেছিলেন, কেউ তাঁকে আঘাত করলে ট্রাম্প দশ গুণ শক্তিতে তাঁকে পাল্টা আঘাত করেন।
কিন্তু স্টর্মি অপদস্থ করার পরও ট্রাম্প চুপ।
বিভিন্ন সূত্রে বলা হয়েছে, সাক্ষাৎকারটি ট্রাম্প দেখেছেন এবং এ নিয়ে বন্ধু-বান্ধবদের কাছে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর আইনজীবী বন্ধুদের পরামর্শেই তিনি এ নিয়ে কোনো কথা না বলার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, একজন পর্নো তারকার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক সত্ত্বেও তাঁর অনুগত সমর্থকেরা এখনো ট্রাম্পের প্রতি আগের মতো সমান অনুগত। এই তথ্যের ভিত্তিতে তিনি এ নিয়ে আপাতত ঘাঁটাঘাঁটি করতে চান না। তবে হোয়াইট হাউসের কর্মকর্তাদের মাধ্যমে তিনি জানিয়েছেন, ২০১১ সালে লাস ভেগাসে এক গাড়ি পার্কের জায়গায় স্টর্মিকে কেউ হুমকি দিয়েছে বলে যে অভিযোগ তিনি করেছেন, তা সত্য নয়। স্টর্মির আইনজীবী আভেনাতি অবশ্য দাবি করেছেন, এটি ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেনের কাজ।
ট্রাম্প ও কোহেনের ব্যবহারের সঙ্গে যাঁরা পরিচিত, তাঁরা মনে করেন, ব্যাপারটা মোটেই অস্বাভাবিক নয়। এই জাতীয় হুমকি দিয়ে অনেকবারই পার পেয়ে গেছেন ট্রাম্প। বাজফিড ওয়েবসাইট জানিয়েছে, ট্রাম্পের সমালোচনাকারী এক নারীর মুখ বন্ধ রাখার জন্য ১৯৯৫ সালে ট্রাম্পের নিরাপত্তাপ্রহরীরা সেই নারী ও তাঁর ১২ বছরের ছেলেকে মারধর করেন। ২০০৯ সালে ট্রাম্প তাঁর ক্যাসিনো ব্যবসায় মামলায় জড়িয়ে পড়লে প্রতিপক্ষ এক আইনজীবীকে টেলিফোন করে হুমকি দেওয়া হয়েছিল, এই নিয়ে সে যেন বেশি না ঘাটায়। ‘আমরা জানি তুমি কোথায় থাকো, দরকার হলে আমরা তোমার স্ত্রী ও ছেলেমেয়েদের খোঁজে তোমার বাড়িতে হাজির হব।’
বিষয়টি কোহেনের জন্য মাথাব্যথার কারণ হতে পারে। তবে এই মুহূর্তে তাঁর জন্য চিন্তার কারণ ক্যালিফোর্নিয়ার এক আদালতে আভেনাতির করা এক মানহানির মামলা। আভেনাতির অভিযোগ, কোহেন স্টর্মির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে তাঁর চরিত্রহননের চেষ্টা করেছেন। এই মামলা যদি আদালত আমলে আনেন, তাহলে কোহেন অথবা ট্রাম্প নিজে শপথ নিয়ে প্রশ্নোত্তরে বাধ্য হবেন। আইন বিশেষজ্ঞ জেফ্রি টুবিন মনে করেন, আদালত যদি ব্যাপারটি তলিয়ে দেখতে সম্মত হন, তাহলেও বিপদে পড়তে পারেন তাঁরা। ‘ডিসকভারি’ নামে পরিচিত এই প্রক্রিয়ার ফলে ট্রাম্প ও কোহেনের ব্যাপারে অনেক অজানা তথ্য বেরিয়ে আসতে পারে।
এদিকে তাঁর সঙ্গে কাজ করতে রাজি—এমন আইনজীবী খুঁজে পাচ্ছেন না ট্রাম্প। ইতিমধ্যে দুজন আইনজীবীকে তিনি হারিয়েছেন, এঁদের একজন পদত্যাগ করেছেন, অন্যজন ব্যবসায়িক দ্বন্দ্ব থাকায় কাজে যোগ দেওয়ার আগেই সরে যেতে বাধ্য হয়েছেন। ট্রাম্প এক টুইটে জানিয়েছেন, তাঁর সঙ্গে কাজ করতে প্রচুর আইনজীবী প্রস্তুত। তাঁর কথায়, ভাত ছড়ালে কাকের অভাব কখনোই হয় না। কিন্তু ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যে কজন নামজাদা আইনজীবীকে ট্রাম্প বাজিয়ে দেখেছেন, তাঁদের মধ্যে কেউই এখন পর্যন্ত তাঁর সঙ্গে কাজ করতে সম্মত হননি। এর এক বড় কারণ, ট্রাম্প তাঁর আইনজীবীদের পরামর্শ শুনতে অভ্যস্ত নন। তাঁর বিশ্বাস, আইনজীবীদের থেকে তিনি বেশি বোঝেন। পোস্টের প্রদত্ত তথ্য অনুসারে, বিখ্যাত রিপাবলিকান আইনজীবী থিয়োডর ওলসনকে দলে টানার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। তিন দিন আগে শিকাগোর খ্যাতনামা রিপাবলিকান আইনজীবী ড্যান ওয়েব জানিয়ে দিয়েছেন, তিনিও এই দায়িত্ব পালনে সক্ষম হবেন না।
বিশেষজ্ঞেরা বলছেন, আইনজীবীর সমস্যা ট্রাম্প হয়তো কাটিয়ে উঠবেন, কিন্তু টিভির পর্দায় পরপর দুজন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনাটি এখন যেভাবে লোকের মুখে মুখে ছড়িয়েছে, তাতে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পিউ রিসার্চের প্রকাশিত সর্বশেষ জনমত জরিপ অনুসারে, নারীদের মধ্যে ট্রাম্পের সমর্থন দ্রুত কমতে শুরু করেছে। এমনকি ইভানজেলিক্যাল হিসেবে পরিচিত কট্টর খ্রিষ্টপন্থীরাও ট্রাম্পের কেলেঙ্কারিতে উদ্বিগ্ন। পিউয়ের তথ্য অনুসারে, এক বছর আগের তুলনায় খ্রিষ্টপন্থী নারীদের মধ্যে ট্রাম্পের সমর্থন ১৩ শতাংশ হ্রাস পেয়েছে। এ বছর নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে এই ভোটারদের সিদ্ধান্তের ফলে শুধু মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নয়, ট্রাম্পের ভাগ্যও নির্ধারিত হবে।
কেউ কেউ বলছেন, বাঘা বাঘা ডেমোক্রেটিক রাজনীতিক যা করতে পারেননি, একজন পর্নো তারকা হয়তো তা-ই করে দেখাবেন। প্রায় ২২ মিলিয়ন লোক স্টর্মির সাক্ষাৎকারটি দেখেছে, সে কথা উল্লেখ করে বিখ্যাত কমেডিয়ান স্টেফান কোলবেয়ার মন্তব্য করেছেন, স্টর্মি ইতিমধ্যেই ট্রাম্পকে হারিয়ে বসে আছেন। যত লোক ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তার বহু গুণ স্টর্মির সাক্ষাৎকার দেখেছে।