সাক্ষীর ওপর অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগে ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক জেলে

পল ম্যানাফোর্ট। ছবি: এএফপি
পল ম্যানাফোর্ট। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক পল ম্যানাফোর্টকে কারাগারে পাঠিয়েছেন সেদেশের একটি আদালত। বিচারক বলেছেন, গুরুত্বপূর্ণ সাক্ষীর ওপর অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বিচারকাজ শুরু না হওয়া পর্যন্ত পল ম্যানাফোর্টকে কারাগারেই থাকতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক।

বিবিসির খবরে বলা হয়েছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে তদন্ত করছেন রবার্ট মুলার। তাঁর অভিযোগ, পল ম্যানাফোর্ট গুরুত্বপূর্ণ সাক্ষীর ওপর অবৈধভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। নিজের বিরুদ্ধে থাকা মামলার জন্য এই কাজ করেছেন ম্যানাফোর্ট। এটি তাঁর জামিনের শর্তের লঙ্ঘন।

বিচারক নির্দেশ দিয়ে বলেন, বিচারের আগ পর্যন্ত কারাগারে থাকতে হবে পল ম্যানাফোর্টকে। তাঁর ওপর থাকা আদালতের আস্থার অপব্যবহার করেছেন ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক-এমন মন্তব্যও করেন বিচারক।

পল ম্যানাফোর্টের বিরুদ্ধে মানি লন্ডারিং ও অবৈধ লবিংয়ের অভিযোগে বিচার চলছে। আগামী সেপ্টেম্বরে এই মামলার বিচারকাজ শুরুর কথা রয়েছে।