ক্যালিফোর্নিয়ায় দাবানল আরও ছড়িয়েছে, একই পরিবারের ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত সোমবার থেকে দাবানল ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত সোমবার থেকে দাবানল ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে দাবানল ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। দাবানলে পুড়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। দুই শিশু ও তাদের মায়ের দাদির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পরিবার। এর আগে গত বৃহস্পতিবার দাবানলে উদ্ধারকাজ করতে গিয়ে দমকল বাহিনীর দুই কর্মীর মৃত্যু হয়।

এ ছাড়া দাবানলে ১৭ জন নিখোঁজ রয়েছে। বাড়িঘর ছেড়ে পালিয়েছে হাজার হাজার লোক।

ত্রুটিপূর্ণ একটি গাড়ি থেকে গত সোমবার এই আগুনের সূত্রপাত হয়। আগুনে ৪৮ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে যায়। আয়তনের দিক দিয়ে যা সানফ্রান্সিসকো শহরের চেয়েও বড়। গতকাল শনিবার দাবানল প্রায় ৮০ হাজার ৯০৬ একর এলাকায় ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানলে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু খবর পাওয়া গেছে। অনেকেই নিখোঁজ। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানলে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু খবর পাওয়া গেছে। অনেকেই নিখোঁজ। ছবি: রয়টার্স

সিএনএন ও বিবিসির খবরে বলা হয়েছে, তিনজনের মৃত্যু নিশ্চিত করেছে পরিবার। শেরি ব্লেডসো নামের এক নারী জানিয়েছেন, তাঁর মেয়ে এমিলি (৫), ছেলে জেমস (৪) ও তাঁর দাদি মেলডি ব্লেডসো বাড়ির ভেতরেই আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার থেকে তাঁদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবার আশা করেছিল, বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া ৩৮ হাজার মানুষের মধ্যে তাঁরাও রয়েছেন। তবে এখন নিশ্চিত হওয়া গেছে, তাঁরা বাড়িতেই ছিলেন। আগুনে বের হওয়ার পথ না পেয়ে বাড়িতেই তাঁদের মৃত্যু হয়েছে।

শাসটা এলাকায় বাতাসের সঙ্গে দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ছে। ‘অগ্নিঝড়ে’ গাছের পর গাছ পুড়ে গেছে। গাড়ি পুড়ে গেছে। ইতিমধ্যে ৫০০ স্থাপনা পুড়ে গেছে। হাজার হাজার ঘরবাড়ি ঝুঁকিতে রয়েছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত তারা আগুনের সঙ্গে পেরে উঠছে না। মাত্র ৫ শতাংশ নিয়ন্ত্রণে আনতে পেরেছে।

এদিকে উদ্ধারকাজ করতে গিয়ে দমকল বাহিনীর দুই সদস্য—দমকলকর্মী জেরেমি স্টোক ও বুলডোজারের চালক (নাম জানা যায়নি)—আগুনে পুড়ে মারা যান। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ৩ হাজার ৪০০ দমকলকর্মী। তবে সপ্তাহজুড়ে শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।