'ভালো শিক্ষানবিশ' ট্রাম্প

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বুধবারের বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বুধবারের বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে একজন ‘ভালো শিক্ষানবিশ’, গতকাল বুধবার তা প্রমাণ করেছেন।

গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করেন ট্রাম্প। এ সময় ভালোভাবেই দায়িত্ব সামলান তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, পর্যায়ক্রম অনুসারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি যুক্তরাষ্ট্র।

তাই নিয়ম অনুযায়ী, নিরাপত্তা পরিষদের গতকালের বৈঠকে ট্রাম্প সভাপতিত্ব করেন। বৈঠকে নিরাপত্তা পরিষদের রীতিনীতি ও প্রটোকল ভালোভাবে অনুসরণ করেন ট্রাম্প।

ট্রাম্পের যে স্বভাব, তাতে অনেকের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল, নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে কি-না-কি কাণ্ড করে বসেন মার্কিন প্রেসিডেন্ট।

ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ট্রাম্প একসময় ‘দ্য অ্যাপ্রেনটিস’ নামের একটি টিভি রিয়্যালিটি শো করতেন। ওই শোতে ট্রাম্পের ‘ইউ আর ফায়ারড’ বুলি দারুণ জনপ্রিয়তা পায়।

ভাগ্যিস, গতকাল নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে এমন কোনো কাণ্ড ঘটাননি ট্রাম্প।

দু-একজন কূটনীতিক ভেবেছিলেন, ট্রাম্পের সভাপতিত্বে নিরাপত্তা পরিষদের বৈঠকটিতে আগুন ঝরবে। কিন্তু শেষমেশ তাঁদের হতাশই হতে হয়। ভালোয় ভালোয় অধিবেশনটি শেষ হয়।

তবে বৈঠকে আসতে বিলম্ব করেন সভাপতি। স্থানীয় সময় সকাল ১০টায় বৈঠকটি বসার কথা ছিল। যথাসময়ে বৈঠকে ট্রাম্প না আসায় পরিষদের বাকি ১৪ সদস্যদের অপেক্ষায় থাকতে হয়।

ইরান, উত্তর কোরিয়া ও সিরিয়া—এই তিন ইস্যু নিয়ে আলোচনা করতে ট্রাম্প নিজেই নিরাপত্তা পরিষদের বৈঠকটি আহ্বান করেছিলেন।