যুক্তরাষ্ট্রে সাত পুলিশকে গুলি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফ্লোরেন্স এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে সাতজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিবিসি অনলাইন ও ওয়াশিংটন পোস্টের খবরে জানানো হয়, পুলিশের কাছ থেকে নিজেকে বাঁচাতে ওই বন্দুকধারী বেশ কয়েকজন শিশুকে নিয়ে নিজেকে ঘিরে রাখেন। দুই ঘণ্টা পরে তাঁকে আটক করা হয়। ওই বন্দুকধারীর পরিচয় জানা যায়নি।

দক্ষিণ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টারের বরাত দিয়ে এ বিষয়ে টুইট করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে তিনি গুলিবিদ্ধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সার্চ ওয়ারেন্ট থাকার পরও পুলিশদের ওপর এমন হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন পুলিশপ্রধান অ্যালেন হেইডার।

যুক্তরাষ্ট্রে ২০১৭ সালে বন্দুকধারীদের গুলিতে ১৫ হাজারের বেশি লোক নিহত হয়েছেন।