পায়ে-পায়ে বাজে

এখানে নেই তুষারপাত
তবু সারা বেলা অবিরাম ঝরছে হলুদ পাতা
যেন ক্রমেই প্রকৃতি হারাচ্ছে উষ্ণতা
চারদিকে তাই চলছে নীরবে
সবুজ নির্বাসনের ঘনঘটা!

এই তো সেদিন
এক মুঠো সবুজের স্বপ্ন দেখিয়ে
ডালে ডালে বসেছিল নিবিড় সবুজের সমাহার
তবে কেন আজ এই মনে জাগে
বিচ্ছেদে’র শঙ্কা, হাহাকার,

বড় শখ করে যৌবনে
সবুজ পাতায় বুনেছিলাম স্বপ্নের ঘর
সেই ঘর আজ এই অবেলায়
কোলে করে নিয়ে যাচ্ছে দমকা ঝড়,

তাই অজানা ভয়ে এখন আর নীড়ে
হয় না ফেরা আমার সকাল, সন্ধ্যা, সাঁঝে....
এখানে ঝরা পাতারা
ব্যথিত প্রাণে পায়ে-পায়ে বাজে!!