মেক্সিকোয় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় উইলা

স্থানীয় বাসিন্দারা ঝড়ের আগে আশ্রয়কেন্দ্রে চলে যান। ছবি: এএফপি
স্থানীয় বাসিন্দারা ঝড়ের আগে আশ্রয়কেন্দ্রে চলে যান। ছবি: এএফপি

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় উইলা। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে দেশটির পশ্চিম উপকূলে ঝড়টি আছড়ে পড়ে।

ক্যাটাগরি তিন মাত্রার এ ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।

মারাত্মক ক্ষতির আশঙ্কা প্রকাশ করছে দেশটির জাতীয় হারিকেন সেন্টার। এলাকাবাসীকে বাসার ভেতরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। মেক্সিকোর পর্যটন শহর মাজাতলান ও লা আইসলা মারিয়াতে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঝড়ের আগে আশ্রয়কেন্দ্রে জড়ো হয়েছেন।

চলতি মাসে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় মাইকেলের আঘাতে লন্ডভন্ড হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য। ওই প্রলয়ংকারী ঝড়ে নিহত হয় অন্তত ২৭ জন। বহু লোক আহত হয়। বিধ্বস্ত হয় অনেক ঘরবাড়ি ও স্থাপনা।