আমি সত্য বলার চেষ্টা করি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গণমাধ্যম তাঁকে যেভাবেই উপস্থাপন করুক না কেন, তিনি যখনই পারেন সত্য বলার চেষ্টা করেন।

গতকাল বৃহস্পতিবার এবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ট্রাম্প। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি চেষ্টা করি। আমি সব সময় সত্য বলতে চাই। যখনই পারি, তখনই সত্য বলি।’

ট্রাম্প সারাক্ষণ মিথ্যা বলেন—এমন অভিযোগ মার্কিন গণমাধ্যম ও তাঁর বিরোধীদের। শুধু তা-ই নয়, তাঁর নিজ দলের লোকজনও তাঁকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছে।

মিথ্যা বলে ও সত্য বিকৃত করে ট্রাম্প বহুবার হাতেনাতে ধরা খেয়েছেন। এ নিয়ে বিভিন্ন মহলে তাঁর বিরুদ্ধে বিস্তর সমালোচনা আছে।

তবে সমালোচনায় কান না দিয়ে ট্রাম্প তাঁর স্বভাবসুলভ কাজ চালিয়ে যাচ্ছেন। সেই ট্রাম্পই এবার দাবি করলেন—তিনি সত্যবাদী।

বিশেষ করে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট পলিটিফ্যাক্ট ট্রাম্পের মিথ্যা-বিভ্রান্তিকর বিবৃতির খতিয়ান ধারাবাহিকভাবে তুলে ধরছে।

পলিটিফ্যাক্ট ট্রাম্পের মিথ্যা বিবৃতির যে হিসাব রাখছে, তা এর মধ্যে ১১ পৃষ্ঠায় পৌঁছেছে।