নিউইয়র্কের মাল্টিপ্লেক্সে দ্বিতীয় সপ্তাহে 'দেবী'

যুক্তরাষ্ট্রে মহাসমারোহে চলছে জয়া আহসান প্রযোজিত এবং সরকারি অনুদানে নির্মিত ছবি ‘দেবী’। গত শুক্রবার নিউইয়র্কে ‘দেবী’ ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে মহাসমারোহে চলছে জয়া আহসান প্রযোজিত এবং সরকারি অনুদানে নির্মিত ছবি ‘দেবী’। গত শুক্রবার নিউইয়র্কে ‘দেবী’ ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মহাসমারোহে চলছে জয়া আহসান প্রযোজিত এবং সরকারি অনুদানে নির্মিত ছবি ‘দেবী’। ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ৯ নভেম্বর মুক্তি পায় ছবিটি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সপ্তাহজুড়েই ছবিটিকে নিয়ে নিউইয়র্কবাসীর আগ্রহ ছিল। জানা গেছে, সপ্তাহব্যাপী ৩২টি শো হওয়ার পরও দর্শকের আগ্রহ কমেনি।

যুক্তরাষ্ট্রে ‘দেবী’ চলচ্চিত্রের পরিবেশক বায়েস্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ বলেন, অত্যন্ত সফল এক সপ্তাহ চলার পর জ্যামাইকা মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ আরও এক সপ্তাহ ‘দেবী’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেবী মাল্টিপ্লেক্সে চলবে। শুক্র, শনি ও রোববার ৪টি করে এবং সোমবার থেকে বৃহস্পতিবার ৫টি করে-সপ্তাহব্যাপী মোট ৩২টি শো হবে ‘দেবী’র। তিনি আরও বলেন, ‘“দেবী”র প্রতি এই ভালোবাসা আমরা গোটা যুক্তরাষ্ট্রেই লক্ষ করছি। নিউইয়র্কের বাইরে ২০টির বেশি শহরে বায়েস্কোপ ফিল্মস ছবিটির প্রদর্শনী আয়োজন করেছে। এই মুক্তির মিছিলে সদ্য যোগ হয়েছে কলোরাডোর ডেনভের, টেক্সাসের হিউস্টন ও মিসিগানের ডেট্রয়েটের নাম।’

যুক্তরাষ্ট্রে ‘দেবী’ চলচ্চিত্রের পরিবেশক বায়েস্কোপ ফিল্মস। জ্যামাইকা মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ আরও এক সপ্তাহ ‘দেবী’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ‘দেবী’ চলচ্চিত্রের পরিবেশক বায়েস্কোপ ফিল্মস। জ্যামাইকা মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ আরও এক সপ্তাহ ‘দেবী’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ছবি: সংগৃহীত

গত শুক্রবার নিউইয়র্কে ‘দেবী’ ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। ছবিটি দেখতে এসেছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। এ দিন ছবিটি দেখতে আরও আসেন নিউইয়র্ক সফররত ও নিউইয়র্কে বসবাস করা চলচ্চিত্র এবং নাটকের অনেক পরিচিত মুখ। সপরিবার ছবিটি উপভোগ করেন রিচি সোলায়মান, রোমানা খান, মোজেজা আশরাফ মোনালিসা, নওশীন নাহরিন মৌ, কুমকুম হাসান, আঁখি চৌধুরী, আলীফ চৌধুরী, সৈয়দ জাকির আহমেদ রনি, থিয়েটার কর্মী শিবলী নোমানী, টিভি উপস্থাপিকা সাদিয়া খন্দকার, মডেল আলোকচিত্রী আরমান হোসেন বাপ্পী ও জায়েদ ইসলাম।

প্রিমিয়ার শোর আগে ও পরে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে তারকারা দর্শকদের উদ্দেশে কথা বলেন। সূচনা বক্তব্য দেন বায়েস্কোপ ফিল্মসের প্রতিষ্ঠাতা ও কর্ণধার রাজ হামিদ এবং নওশাবা রুবনা রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী। এ সময় র‍্যাফেল ড্রতে বিজয়ী দুজনের হাতে বিশেষ নকশার একটি শাড়ি ও একটি পাঞ্জাবি তুলে দেওয়া হয়।

নিউইয়র্কে অবস্থিত বাঙালিদের ধন্যবাদ জানিয়েছেন রাজ হামিদ। প্রথম সপ্তাহে দর্শকের ভালোবাসায় সিক্ত ‘দেবী’ নিউইয়র্কবাসীর মনে দ্বিতীয় সপ্তাহেও ঠাঁই করে নেবে আশা প্রকাশ করেছেন তিনি।

‘দেবী’ প্রদর্শনের সময়সূচি
শুক্র, শনি, রবি: ১:১৫ / ৪:০০ / ৬:৩০ / ৯:০০
সোম থেকে বৃহস্পতি: ১২:১৫ / ২:৪০ / ৫ :০৫ / ৭:৩০ / ১০:০০