বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলতাফুর রহমানের ইন্তেকাল

আলতাফুর রহমান।
আলতাফুর রহমান।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য আলতাফুর রহমান (৯২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

২১ নভেম্বর বুধবার ফ্লোরিডার কিসিমি ওসিওয়ালা রিজিওনাল হাসপাতালে রাত ৮টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন আলতাফুর।

আলতাফুর দুই দফায় সাংসদ ছিলেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন।

দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করে আসছিলেন আলতাফুর। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে প্রবাসীরা হাসপাতালে ছুটে যান।

মৃত্যুকালে আলতাফুর তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ছেলে আফজাল চৌধুরী জানিয়েছেন, তাঁর বাবার জানাজা স্থানীয় সময় ২৩ নভেম্বর শুক্রবার বাদ জুমা মসজিদ আল বীর মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে মুসলিম সেমিট্রি অব সেন্ট্রাল ফ্লোরিডায় দাফন করা হবে।

আলতাফুর স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সংসদ সদস্য ছিলেন। আলতাফুরকে বাংলাদেশের চা–বাগানের দেখভালের সব দায়িত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু।

আলতাফুর দীর্ঘদিন সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।

আলতাফুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সেন্ট্রাল ফ্লোরিডা, বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা, বরিশাল সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডা, শাহজালাল ইনভেস্টমেন্ট প্রজেক্ট, যুক্তরাষ্ট্র জালালাবাদ অ্যাসোসিয়েশন।

এ ছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন, মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, সাংবাদিক মাহবুবুর রহমান, ইব্রাহীম চৌধুরী, আবু তাহের, ডা. জিয়াউদ্দিন আহমেদসহ দেশ-বিদেশে অবস্থানরত আলতাফুরের গুণগ্রাহী-অনুসারীরা শোক জানিয়েছেন।