যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু কমেছে

যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু কমেছে। ২০১৬ সালের তুলনায় গড় আয়ু এক মাস কমে গত বছর ৭৮ বছর ৬ মাসে দাঁড়িয়েছে। মার্কিন সরকারের এক প্রতিবেদনের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, অতিরিক্ত ওষুধ সেবনের কারণে গত বছর ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি আত্মহত্যার হারও বাড়ছে।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনস (সিডিসি) ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিসটিকস জানায়, ২০১৬ সালের তুলনায় গত বছর অতিরিক্ত ওষুধ গ্রহণের পরিমাণ ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে। আত্মহত্যার সংখ্যা বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ।


সিডিসির পরিচালক রবার্ট রেডফিল্ড বলেন, ‘সিডিসির সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের মানুষের আয়ু কমেছে। দুঃখজনকভাবে এর জন্য অতিরিক্ত ওষুধ গ্রহণ ও আত্মহত্যার প্রবণতা দায়ী। গড় আয়ুর এ বিষয় আমাদের নাগরিকদের সার্বিক স্বাস্থ্যব্যবস্থার দৃশ্যপট তুলে ধরে। আমরা যে ব্যাপক হারে আমাদের নাগরিকদের হারাচ্ছি, সে সম্পর্কে এ পরিসংখ্যান আমাদের সতর্ক করে তোলে।’

আফিমের মহামারি, ব্যথানাশক ওষুধ খাওয়ার ব্যাপক প্রবণতা, হেরোইন ও ফেনটিনাইলের মতো সিনথেটিক আফিম গ্রহণের ভয়াবহতা রাশ টেনে ধরতে কাজ করে যাচ্ছে মার্কিন সরকার। এর মধ্যেও ফেনটিনাইলের মতো সিনথেটিক আফিম গ্রহণের কারণে ২০১৬ ও ২০১৭ সালের মধ্যে মৃত্যুর সংখ্যা ৪৫ শতাংশ বেড়েছে। হেরোইন গ্রহণের কারণে ১৯৯৯ সালের চেয়ে মৃত্যুর হার সাত গুণ বেড়েছে।

সিডিসির পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৭ সালে অতিমাত্রায় ওষুধ গ্রহণের কারণে ৭০ হাজার ২৩৭ জনের মৃত্যু হয়েছে।