একাই এক শ সাঈদ আলী!

বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তা সাঈদ আলী।
বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তা সাঈদ আলী।

বছরের একেবারে শেষ সপ্তাহে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাহসিকতার জন্য হঠাৎ নায়ক বনে যান বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তা সাঈদ আলী।

গত ২৩ ডিসেম্বর নিউইয়র্কের ম্যানহাটনের পাতালরেল স্টেশনে সহিংস হয়ে ওঠা পাঁচ গৃহহীনকে একাই সামলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সাঈদ আলী।

স্টেশনে অপেক্ষারত এক যাত্রী পুরো ঘটনাটি ভিডিও করে ছেড়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই আলীর এই নায়কোচিত ভূমিকার প্রশংসা করেন।

নিজের এই হঠাৎ নায়ক হয়ে ওঠার খবর শুরুতে জানতেই পারেননি মাত্র তিন বছর বয়সে মা-বাবার সঙ্গে আমেরিকায় আসা আলী।

এক সহকর্মী বিষয়টি আলীর নজরে আনলে ভীষণ বিস্মিত হন তিনি।

সাঈদ আলীকে নিয়ে এতটাই আলোড়ন হয় যে, গত ২৬ ডিসেম্বর তাঁকে নিয়ে বিশেষ প্রতিবেদন করে নিউইয়র্ক টাইমস।

আলীর সাহসিকতার প্রশংসা করে টুইট করেছেন স্বয়ং নিউইয়র্ক নগরীর মেয়র বিল ডি ব্লাজিও।

এখানেই শেষ নয়, সাহসিকতার জন্য ব্রুকলিনের কাউন্সিলম্যান চেইম এম ডাচ আলীকে দিয়েছেন বিশেষ সনদ। জানিয়েছেন কৃতজ্ঞতা।