প্রবাসী লেখকদের বই নিয়ে মুক্তধারা নিউইয়র্কের স্টল

বইমেলা
বইমেলা

অভিবাসন সূত্রে বাংলাভাষার চর্চা এখন বাংলাদেশের বাইরে দিন দিন বড় হয়ে উঠছে। বাংলা ভাষার অনেক লেখক এখন অভিবাসী জীবন যাপন করেন। বাংলা ভাষার চর্চাসূত্রে তাঁদের বইও বাংলা একাডেমির অমর একুশে বইমেলার পাঠকেরা খোঁজেন। আগের বছরের মতো তাঁদের বই নিয়ে ২০১৯ সালের বাংলা একাডেমি বইমেলায় থাকছে মুক্তধারা নিউইয়র্কের স্টল। বাংলা একাডেমি প্রাঙ্গণে ২ ইউনিটের স্টলটির নম্বর হলো ১০০/১২ ও ১০০/১৩।

২৫ জানুয়ারি স্টল বরাদ্দ পাওয়ার পরপরই মুক্তধারা নিউইয়র্কের স্টলটির কাজ শুরু হয়ে গেছে। বাংলাদেশে এর তত্ত্বাবধানে রয়েছেন কবি ইউসুফ রেজা। মুক্তধারা নিউইয়র্কের শিল্প নির্দেশক আনোয়ার হোসেন জাহিদ জানান, ২৯ জানুয়ারির মধ্যে স্টল তৈরির কাজ শেষ হয়ে যাবে। তারপরই শুরু হবে বই সাজানোর কাজ। মুক্তধারা নিউইয়র্কের বাংলাদেশ ব্যুরোর প্রধান আজম শেখ জানান, এ বছর যাতে বৃষ্টিতে বইয়ের ক্ষতি না হয়, সেদিকটি স্টল নির্মাণের সময় মাথায় রাখা হয়েছে।

মুক্তধারা নিউইয়র্কের প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা বলেন, বহির্বিশ্বে মুক্তধারা নিউইয়র্কে যেমন একখণ্ড বাংলাদেশ তৈরি করেছে। তেমনি এখন মাতৃভূমিতে বহির্বিশ্বে বসবাসরত বাঙালি লেখকদের সৃষ্টিশীল কাজ তুলে ধরার চেষ্টা করছে। তিনি বলেন, খণ্ডিতভাবে এত দিন বিদেশে বসবাসরত লেখকদের বই পাওয়া যেত। মুক্তধারা নিউইয়র্ক নিজস্ব প্রকাশনা ছাড়াও বহির্বিশ্বে বসবাসরত লেখকদের প্রধান বইগুলো রাখবে এ বছর বাংলা একাডেমির একুশের গ্রন্থমেলায়। তিনি বলেন, শহীদ কাদরী, শামসুদ্দীন আবুল কালাম, জ্যোতিপ্রকাশ দত্ত, গোলাম মুরশিদ, আব্দুল গাফফার চৌধুরী, দিলারা হাশেম, মঞ্জুর আহমেদ, হাসান ফেরদৌস, লুৎফুর রহমান রিটন, ড. নূরুন নবী, নাজমুন নেসা পিয়ারী, শামীম আজাদ, ইকবাল হাসান, আহমাদ মাযহার, সালেহা চৌধুরী, পূরবী বসুর বই থাকবে। আবার সাদ কামালী, সেলিনা আখতার, আব্দুল মতিন, তমিজউদদীন লোদী, ফকির ইলিয়াস, আদনান সৈয়দ, শামস আল মমীন, ইব্রাহীম চৌধুরী, হাসান আল আব্দুল্লাহ, জসিম মল্লিক, কাজী জহিরুল ইসলাম, ওমর শামস, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, শারমিন রিমি, মোহাম্মদ আলী সিদ্দিকী, আনিস আহমেদ, অরপি আহমেদ, ইশতিয়াক রূপু, সালমা বাণী, আকিদুল ইসলাম, তপন দেবনাথ, আহমেদ মুসা, দর্পণ কবীর, ফকির সেলিম, বদরুদ্দীন আলমগীরসহ আরও অনেকের বই আমাদের স্টলে থাকবে। মোট কথা দেশের মাটিতে প্রবাসীদের মুখ।

অভিবাসী লেখকদের মধ্যে যাঁরা বাংলা একাডেমির বইমেলায় মুক্তধারা নিউইয়র্কের স্টলে বই রাখতে চান, তাঁদের মুক্তধারার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।