সংসদে প্রবাসীদের জন্য ১০টি আসন সংরক্ষণের দাবি

বিজয় সমাবেশে যুক্তরাষ্ট্রস্থ সিলেট জেলা আওয়ামী পরিবারের সদস্যরা
বিজয় সমাবেশে যুক্তরাষ্ট্রস্থ সিলেট জেলা আওয়ামী পরিবারের সদস্যরা

বাংলাদেশের জাতীয় সংসদে প্রবাসীদের জন্য ১০ টি আসন সংরক্ষণের দাবি জানান হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মহাবিজয়ে নিউইয়র্কে ‘যুক্তরাষ্ট্রস্থ সিলেট জেলা আওয়ামী পরিবারে’র ব্যানারে আয়োজিত বিজয় সমাবেশ ও সাংস্কৃতিক উৎসব থেকে এ দাবি জানানো হয়।
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সিলেটে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীদের বিশাল বিজয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি হলে ২৩ ফেব্রুয়ারি রাতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা সফি উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং কফিল চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা হুমায়ূন আহমেদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ–৩ আসন থেকে নির্বাচিত সাংসদ মো. আবু জহির। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, কার্যকরী সদস্য শাহানারা রহমান, অর্গানাইজেশন অব বাংলাদেশি আমেরিকানসের চেয়ারম্যান হাসান আলী এবং সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক আবদুল কায়্যূম আনোয়ার।
অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আবদুল মালেক, কানেকটিকাট আওয়ামী লীগের সভাপতি জুনেদ এ খান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, আওয়ামী লীগ নেতা সাইকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সহ–আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, আওয়ামী লীগ নেতা শ্যামল কান্তি ধর, প্রফেসর মারুফ মিয়া, বাবুল মাস্টার, ইচ্ছিত আলী মাস্টার, খুরশিদ আলম, হাজী নুনু মিয়া, যুবলীগ নেতা মিরু সিকদার, আব্দুল ওয়াহিদ, কিবরিয়া, শাহ সেলিম, রিয়াদুল লস্কর মিটু, শেখ ওলি আহাদ, নাজমুল হোসেন, লিটন চৌধুরী, আজহারুল চৌধুরী, স্বপন আহমদ, রাসেল আহমদ রাজু, ইমরান উদ্দিন, ওলিদ রহমান, ফরহাদ হাসান, শেখ সাজু হাসান, আমিনুল ইসলাম, শামসুজ্জদোহা জন, রাজিব, আব্দুল রাজ্জাক, অনুপ কুমার, রাহিম এ খান, মোস্তাক আহমেদ পলাশ, আব্দুল করিম, মো. হেলাল শেখ, আব্দুল আহাদ, মো. ওয়াহিদ, সৈয়দ জাহিদ আহমদ, শেখ সাজু নান্টু মিয়া, শেপাজ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রবাসীদের হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে প্রবাসীদের জন্য ১০ টি আসন সংরক্ষণের দাবি জানান। তিনি সংসদে এ সংক্রান্ত বিল উত্থাপনের জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আবু জহির এমপির প্রতি অনুরোধ জানান। তিনি চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও জননন্দিত সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। ড. সিদ্দিক প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ঐতিহাসিক সংবর্ধনা দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মো. আবু জহির দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোট মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে আন্তরিক ভূমিকার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি এ সময় তাঁর এলাকা হবিগঞ্জসহ বৃহত্তর সিলেটের উন্নয়নের চিত্র তুলে ধরেন। সাংসদ আবু জহির সম্প্রতি জার্মানে প্রধানমন্ত্রীর রাজনীতি থেকে অবসর নেওয়া–সংক্রান্ত বক্তব্যের কথা উল্লেখ করে বলেন, দেশবাসী এটা মেনে নেবে না। তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আজীবন দল ও দেশের নেতৃত্ব দেওয়ার আবেদন জানান।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী লিমা। গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা তাঁর অসাধারণ পরিবেশনা উপভোগ করেন।
এদিকে, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সিলেটে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীদের বিশাল বিজয়ে নিউইয়র্কের উডসাইডের একটি পার্টি হলে একই সময়ে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়।