ব্রঙ্কসে সম্মিলিত একুশ উদ্যাপন

সম্মিলিত উদ্‌যাপন কমিটির উদ্যোগে একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়
সম্মিলিত উদ্‌যাপন কমিটির উদ্যোগে একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়

ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত হয়েছে বিনম্র শ্রদ্ধায়। প্রবাসে বাংলা ভাষার বিস্তার ও ভাষা শহীদদের স্মরণে সম্মিলিতভাবে ৩০টি সংগঠন ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এ অনুষ্ঠান করে। এর সার্বিক তত্ত্বাবধানে ছিল সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদ্‌যাপন কমিটি।
স্থানীয় সময় ২০ ফেব্রুয়ারি বিকেলে শুরু হওয়া নানান কর্মসূচি শেষ হয় একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে। অনুষ্ঠানমালায় ছিল আলোচনা, স্মৃতি চারণ, শিশুদের চিত্রাঙ্কন ও বর্ণমালা প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজন।
সম্মিলিত একুশ উদ্‌যাপন কমিটির চেয়ারম্যান প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং কমিটির মেম্বার সেক্রেটারি শাহেদ আহমেদ ও মো. শামীম মিয়ার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন আসন্ন বিশেষ নির্বাচনে নিউইয়র্ক সিটি পাবলিক অ্যাডভোকেট পদপ্রার্থী হেলাল আবু শেখ, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার অধ্যাপক শেখ আল মামুন, স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যবসায়ী গিয়াস উদ্দিন, সমাজ সেবক আবদুর রব দলা মিয়া, রাজনীতিক আব্দুর রহিম বাদশা, উদ্‌যাপন কমিটির উপদেষ্টা আব্দুস সহিদ, আব্দুল বাছির খান, জুনেদ আহমে চৌধুরী, মাহবুব আলম, মো. সোলায়মান আলী, আবদুল হাসিম হাসনু, কফিল চৌধুরী, আলমাস আলী, সারোয়ার জাহান লাহিন, অধ্যাপক আবদুল কায়্যুম, হাসান আলী, আহবাব চৌধুরী, আনোয়ারুল ভূঁইয়া, রত্নেশ্বর সাহা, জীবন মন্ডল, মোতাসিন বিল্লাহ তুষার, সরোয়ার আলী, মো. মুকিত চৌধুরী, ফরিদ আহমদ ভূঁইয়া, মোস্তফা জামান সিদ্দিকী, আবুল খায়ের আখন্দ, সালেহ উদ্দিন চৌধুরী, চিফ কো-অর্ডিনেটর এ ইসলাম মামুন, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর চৌধুরী জগলুল, তৌফিকুর রহমান ফারুক, মো. রফিকুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, রেক্সনা মজুমদার, সাইদুর রহমান লিংকন, মনির আহমেদ ও মো. মাসুদ পারভেজ মুক্তা, যুগ্ম সদস্যসচিব শামিম আহমেদ, সামাদ মিয়া জাকের, জয়নাল চৌধুরী, মতিন সরকার, কামাল উদ্দিন, মোজাফ্ফর হোসেন, আবুল কালাম, মনসুর রহমান, মো. সাইফুল ইসলাম তালুকদার ও মুন্সী বশির উদ্দিন, সমন্বয়কারী বুরহান উদ্দিন, মুশাহিদ চৌধুরী, নজরুল ভূঁইয়া, প্রদীপ বৈদ্য, আবদুল মনাফ, সারোয়ার চৌধুরী, সিরাজুল ইসলাম, দেবব্রত পোদ্দার, মো. কামরুজ্জামান, নেপাল কুন্ডু, রতন কুমার চক্রবর্তী, সৈয়দ মাহমুদা কবির, তড়িৎ চৌধুরী, মামুন রহমান, তানিম চৌধুরী, ইমরান আলী টিপু, গোলাম মুহিত, আবু ফজর ও মো. এস কবির, কমিউনিটি কর্মী আবুল কালাম পিনু, মো. মমিনুল ইসলাম, সোনার বলাই, জামাল হোসাইন, খলিলুর রহমান, মো. বজলুর রহমান, শাহজাহান শফিক, ফখরুল ইসলাম, শওকত জাহান, দোলা ফখরুল, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম খান প্রমুখ। নতুন প্রজন্মসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। শিশুদের বর্ণমালা প্রতিযোগিতার বিষয় ছিল বাংলায় কথা বলা, বাংলা বর্ণমালা লেখা, বাংলা সংখ্যা লেখা, বাংলা কবিতা আবৃত্তি, বাংলা গান করা ও চিত্রাঙ্কন।
অনুষ্ঠানে বক্তারা একুশের ভাষা শহীদদের স্মরণ করে নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। বক্তারা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী কৃষ্ণা তিথি, সুফিয়া মেঘলাসহ ব্রঙ্কস পূজা কমিটির সংগীত শিল্পীরা। কবিতা আবৃত্তি করেন কামরুন নাহার রিতা, ছন্দা বিনতে সুলতান, সুপ্রিয়া নন্দী, মনিকা মন্ডল, জুঁই ইসলাম, মাকসুদা আহমেদ, পলি শাহিনা, লুবনা কাইজার প্রমুখ। বিপুলসংখ্যক প্রবাসী অনুষ্ঠান উপভোগ করেন।
নানা কর্মসূচির পর একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। নিউইয়র্ক সময় একুশের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে গোল্ডেন প্যালেসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আয়োজক সংগঠনসহ অন্যরা।
আয়োজক সংগঠন গুলো হচ্ছে, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস, বাংলাদেশি-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি, বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ, সিলেট দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইন্‌ক, ব্রঙ্কস বাংলাদেশি উইমেন্স অ্যাসোসিয়েশন, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউএসএ, সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইন্‌ক, নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ইউ এস এ ইন্‌ক, বাংলাদেশি-আমেরিকান উইমেন্স অ্যাসোসিয়েশন, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইন্‌ক, ব্রঙ্কস পূজা কমিটি, সনাতনী সেবা সংঘ ব্রঙ্কস ইউএসএ, রাধাকৃষ্ণ সেবা সংঘ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি, ইডেন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ, নেত্রকোনা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্‌ক, বাংলা ক্লাব ইউএসএ, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ, শেরপুর জিলা সমিতি ইউএসএ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড, ইউএসএ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, ইউএসএ, হৃদয়ে বাংলাদেশ, স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশন অব বাংলাদেশি আমেরিকা ইন্‌ক।