গিল্ডের বাংলাদেশি প্রেসিডেন্ট

জাতিসংঘ উইমেন্স গিল্ডের প্রধান রানু ফেরদৌস (বাঁয়ে)
জাতিসংঘ উইমেন্স গিল্ডের প্রধান রানু ফেরদৌস (বাঁয়ে)

জাতিসংঘ উইমেন্স গিল্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রানু ফেরদৌস। এই বাংলাদেশি আমেরিকান আগামী দুই বছর সংস্থাটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বাস্তবতায় ১৯৪৮ সালে স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে উইমেন্স গিল্ডের জন্ম। অনাথ, অনগ্রসর ও আহত শিশুদের নিয়ে কাজ করা এ সংস্থার বিস্তৃতি এখন সারা বিশ্বে। বাংলাদেশেও সংস্থাটির অর্থায়নে চারটি প্রকল্প রয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারি জাতিসংঘ সদর দপ্তরে উইমেন্স গিল্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নিউইয়র্কে সংগঠনটির চারটি শাখার সম্মিলিত সিদ্ধান্তে রানু ফেরদৌস সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচিত হন। দীর্ঘ ১৮ বছর সংস্থাটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করা রানু ফেরদৌস আগামী দুই বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। দুই বছর পর পুনর্নির্বাচিত হলে আরও এক মেয়াদের জন্য এ দায়িত্ব পালন করতে পারবেন তিনি। উইমেন্স গিল্ডের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি সংস্থাটির প্রেসিডেন্ট হিসেবে সর্বোচ্চ চার বছর দায়িত্ব পালন করতে পারেন।

উইমেন্স গিল্ডের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের যাত্রায় রানু ফেরদৌস সংস্থাটির অনেক গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেছেন। এর মধ্যে সংস্থার কুইন্স গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন টানা আট বছর। এ ছাড়া প্রকল্প সমন্বয়ক, সহকারী পরিচালক, পরিচালনা পর্ষদের প্রতিনিধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
উইমেন্স গিল্ডের রয়েছে নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে প্রতি বছর ক্যানভাস কাপড়ের ক্যালেন্ডার তৈরি উল্লেখযোগ্য। শিল্পীদের প্রতিযোগিতার মাধ্যমে এ ক্যালেন্ডারের নকশা নির্বাচন করা হয়। জাতিসংঘ সদর দপ্তরের ভিজিটর সেন্টারে সংগঠনের নিজস্ব সুভেনিরের দোকানে এ ক্যালেন্ডারসহ বিভিন্ন স্মারক বিক্রি করা হয়, যা এর তহবিল সংগ্রহের অন্যতম মাধ্যম। এ নিয়ে বছরে সংগঠনটি দুটি মেলার আয়োজন করে।